সাকিব-তামিমের দ্বন্দ্ব নিরসনে কোনো লাইভ করেননি মাশরাফি 

সম্প্রতি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্যকার চলমান দ্বন্দ্ব মিটমাট করে দুজনকে মিলিয়ে দিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। এছাড়া উক্ত দাবিতে প্রচারিত ভিডিওগুলোর কয়েকটিতে আরও দাবি করা হয় উক্ত দ্বন্দ্ব মিটমাট হবার কারণে তামিম ইকবাল পুনরায় অধিনায়ক হিসেবেই দলে ফিরবেন।

দ্বন্দ্ব নিরসনে

ফেসবুকে প্রচারিত এমন  ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ )।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ইউটিউবে প্রচারিত একটি ভিডিওই দেখা হয়েছে প্রায় ২ লাখ ৫৭ হাজার ৭০০  বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় পাঁচ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তামিম ও সাকিবের আলোচিত দ্বন্দ্ব নিরসনে তাদের দুজনকে নিয়ে মাশরাফি বিন মর্তুজা কোনো লাইভ প্রোগ্রামে আলোচনায় অংশ নেননি। এছাড়াও তামিম ইকবালের অধিনায়ক হিসেবে পুনরায় জাতীয় দলে ফেরার বিষয়ে এখন অবধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি। প্রকৃতপক্ষে, সাকিব, তামিম ও মাশরাফির ভিন্ন ঘটনার দুটি লাইভ প্রোগামের কিছু অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত  ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে তামিম ইকবালকে বলতে শোনা যায় ‘মাশরাফি ভাই তো টেকনোলজি নিয়ে খুব এক্সপার্ট এই কারণে আজকে আমাদের সাড়ে ১০ টা থেকে ১১ টা প্রায় বেজে গেছে। কেমন আছেন ভাই?… ক্যাপটেন একটাই ওইটা হইলো মাশরাফি বিন মর্তুজা…কিছু কিছু আমার প্রশ্ন আছে বুঝছেন?…নরমালি এই জিনিসটা করার মেইন কারণই ছিল ধরেন আমরা এমনেই মনটন খারাপ থাকে। তো আমাদের ইনসাইড স্টোরিটা যদি শুনতে পারে ওরা তাইলে কিছুক্ষণের জন্যে হইলেও ওরা একটু খুশি হবে। যেটা আমি মনে করি।…আপনে ১০ দিন আগে বলছিলেন আমার মনে আছে।…আমি জানতে চাই আপনি এত কনফিডেন্ট কেনো ছিলেন?   আল্লাহ-ই জানে আমি আপনার সাথে বেয়াদবি করছিলাম না কি করছিলাম…ভাই আমার সাথেই এইগুলা কেনো করেন আপনি আমার প্রশ্ন হইলো এইটা’

এরই মাঝে মাঝে মাশরাফি বিন মর্তুজাকে ‘কাপ্তান সাহেব আসসালামু আলাইকুম। আচ্ছা, শোন সবাইকে সরি বল আগে। আমি তো খুব এক্সপার্ট এই বিষয়ে…সব সমস্যা তুই-ই বাঁধাইয়া দিস…আল্টিমেটলি তোরা তো এত কাছাকাছি পাসনি একটা ব্যাপার… সাকিব আসলো…লাইফৈ ডিসএগ্রি আমার সাথে তোর যত হইছে আমার মনে হয় পৃথিবীতে আর কারও সাথে এত হয় নাই। প্রত্যেকটা বিষয় নিয়ে তোরা সাথে আমার ডিসএগ্রি হয় কিন্তু তবুও আমরা সবসময় ভালো বন্ধু ছিলাম’ শীর্ষক কথাগুলো বলার পাশাপাশি আরও কিছু কথা বলে শোনা যায়। তবে তার কোনোটিই আলোচিত দাবির সাথে সম্পর্কিত নয়।

এছাড়াও পুরো ভিডিওটিতে সাকিব আল হাসানকে শুধু ভিডিওটির শুরুর দিকে একবার ‘এখনো ওভাবে আসলে…যেহেতু একটা খেলার ভিতরে আছি ওভাবে চিন্তা করা হয়নি।’ শীর্ষক কথা বলতে শোনা যায়। তাছাড়া পুরো ভিডিওতে তাকে আর কোনো কথা বলতে শোনা যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত লাইভ ভিডিওটিতে ব্যবহৃত ভিডিও ক্লিপগুলোর বিষয়ে অনুসন্ধানে তামিম ইকবালের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৫ মে  #TI28 Tamim Iqbal Live with Mashrafe Bin Mortaza শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Youtube

উক্ত ভিডিওটি পর্যালোচনা করে এটির সাথে আলোচিত ভিডিওর মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবালের ফুটেজের বেশকিছু অংশের মিল পাওয়া যায়। মূলত এই ভিডিওটির বিভিন্ন অংশ কাট করে আলোটিত ভিডিওটির মাশরাফি ও তামিমের অংশটুকু তৈরি করা হয়েছে। 

Video Comparison by Rumor Scanner

এছাড়াও ভিডিওটির কোনো অংশেই সাকিব আল হাসানকে তাদের সাথে যুক্ত হতে দেখা যায় না। তাছাড়াও জানা যায়, সে সময় তামিম তার ইউটিউব চ্যানেলে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে প্রায়ই লাইভ ভিডিও প্রচার করতেন। এসব ভিডিওতে তিনি তাদের সাথে ক্রিকেট নিয়ে নানা ধরনের আলোচনা করতেন। 

পরবর্তীতে আলোচিত ভিডিওতে দেখানো সাকিব আল হাসানের ক্লিপটি অনুসন্ধানে দেশীয় ই-কমার্স ওয়েবসাইট দারাজ এর ফেসবুক পেজ Daraz Online Shopping-এ ২০২১ সালের ১ এপ্রিল Shakib Al Hasan Live Adda with Daraz শীর্ষক শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook

ভিডিওটি পর্যলোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাকিব আল হাসানের ক্লিপের সাথে উক্ত ভিডিওতে দেখানো সাকিব আল হাসানের ফুটেজের বেশকিছু অংশের মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

তাছাড়াও ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, পহেলা বৈশাখ ১৪২৮ উপলক্ষে ই-কমার্স ওয়েবসাইটটি ভিন্ন অফার দেন। যার প্রচারণার জন্যে তারা ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে একটি অনলাইন আড্ডার আয়োজন করেন। ‍উক্ত ভিডিওটি মূলত সেই অনলাইন আড্ডারই।

পরবর্তীতে মাশরাফি বিন মর্তুজা বাস্তবে কখনো ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে আলোচিত দাবিটির বিষয়ে কোনো আলোচনা করেছেন কিনা এবং তামিম ইকবাল পুনরায় বাংলাদেশ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে ফিরছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক নানা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

মূলত, বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়ে আসছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা লাইভে এসে তাদের দুজনকে সাথে নিয়ে তাদের দ্বন্দ্ব মিটমাট করে দুজনকে মিলিয়ে দিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। কয়েকটিতে ভিডিওতে আরও দাবি করা হয়, উক্ত দ্বন্দ্ব মিটমাট হওয়ার কারণে তামিম ইকবাল পুনরায় জাতীয় ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে ফিরছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এছাড়াও মাশরাফি বিন মর্তুজা সাকিব ও তামিমকে নিয়ে কোনো লাইভ আলোচনাও করেননি। এছাড়া তামিম ইকবালের পুনরায় জাতীয় দলে অধিনায়ক হিসেবে যোগদান করার দাবির বিষয়ে এই প্রতিবেদন প্রকাশ অবধি বিবিসির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে মাশরাফি, সাকিব ও তামিমের  ভিন্ন ভিন্ন ঘটনার দুইটি লাইভ ভিডিওর কিছু ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, মাশরাফি বিন মর্তুজার লাইভে এসে সাকিব ও তামিমের দ্বন্দ্ব মিটমাট করে দেওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img