সম্প্রতি, মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান ও হবিগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল একটি লাইভ করেছেন এবং সাকিব-সুমনের মধ্যকার দ্বন্দ্বে তিনি সাকিবের পক্ষে নিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে টিকটকে ভাইরাল একটি ভিডিও-ই প্রায় ৭৪ হাজার ১৪৫ বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ২ হাজার ৬৫৮ টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাকিব আল হাসান ও ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে নিয়ে তামিম ইকবাল কোনো লাইভ করেননি বরং ভিন্ন ভিন্ন ঘটনায় প্রকাশিত তাদের তিনজনের পৃথক তিনটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে তামিম ইকবালকে ‘আসসালামু আলাইকুম সবাইকে, আমরা একটু সিডিউল টাইমের তিন-চার মিনিট আগেই শুরু করে দিচ্ছি আমাদের সেশনটা। কারণ, আমাদের যে গেস্ট ওর ব্যাপারে বলার কিছু নেই। আমার কাছে মনে হয় বিশ্বে এমন কোনো ক্রিকেট ফ্যান নেই যে ওর খেলা এবং ওকে ব্যক্তিগতভাবে পছন্দ করে না। আমি যখনই ওর সাথে খেলেছি তখনই আমি অনেক কিছু শিখতে পেরেছি ওর কাছে থেকে।’ শীর্ষক কথাগুলোর পাশাপাশি আরও কিছু কথা বলতে শুনতে পাওয়া যায়। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
পাশাপাশি ভিডিওটিতে সাকিব আল হাসানকে ‘আমার মনে হয় উনি ভালো প্লেয়ার। যাকে এই টিমে খেলানো যেতে পারে। কিন্তু যেহেতু এখানে… দেশে থাকতে পারবে না…তো ওভাবে আসলে চলে আসে…ওটার জন্যে মার খেতে হয়েছে অনেকবার…অনেকের অনেকের আসলে এক দুইজনের নাম বলতে গেলে তো আসলে কম বলা হবে…সবার সার্পোটের কারণেই আজকে আসলে এ পর্যন্ত আসা’ শীর্ষক কথা বলতে শোনা যায়।
এছাড়াও ভিডিওটিতে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে রাজনৈতিক আলাপচারিতা করতে দেখা যায়। তবে তার এই আলাপচারিতা আলোচিত দাবির প্রেক্ষিতে প্রাসঙ্গিক নয়।
এছাড়া ভিডিও ফুটেজগুলো পর্যালোচনার মাধ্যমে তিনজনের বক্তব্যের মধ্যেই অসামঞ্জ্যতা লক্ষ্য করা যায়। যা থেকে এটি ধারণা করা যায় যে ভিডিওগুলো কাট করে করে বক্তব্যগুলো তৈরি করার চেষ্টা করা হয়েছে।
অনুসন্ধানের এ পর্যায়ে আলোচিত দাবিতে প্রচারিত লাইভ ভিডিওটিতে ব্যবহৃত সাকিব আল হাসানের ভিডিও ক্লিপটির বিষয়ে অনুসন্ধানে কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেশীয় ই-কমার্স ওয়েবসাইট দারাজ এর ফেসবুক পেজ Daraz Online Shopping-এ ২০২১ সালের ১ এপ্রিল Shakib Al Hasan Live Adda with Daraz শীর্ষক শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যলোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাকিব আল হাসানের ক্লিপের সাথে উক্ত ভিডিওতে দেখানো সাকিব আল হাসানের পোশাক, ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে।

তাছাড়াও ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, পহেলা বৈশাখ ১৪২৮ উপলক্ষে ই-কমার্স ওয়েবসাইটটি ভিন্ন অফার দেন। যার প্রচারণার জন্যে তারা ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে একটি অনলাইন আড্ডার আয়োজন করেন। উক্ত ভিডিওটি মূলত সেই অনলাইন আড্ডারই।
পরবর্তীতে তামিম ইকবালের ভিডিওটি অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে তামিম ইকবালের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২১ মে #TI28 Tamim Iqbal Live with Kane Williamson শীর্ষক শিরোনামে সরাসরি সম্প্রচারকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে দেখানো তামিম ইকবালের ফুটেজের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে।

এছাড়াও জানা যায়, উক্ত ভিডিওটি ২০২০ সালে কোভিড-১৯ চলাকালীন সময়ে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ব্যাটার কেন উইলিয়ামসনকে নিয়ে তামিম ইকবালের ইউটিউব চ্যানেলে করা একটি লাইভ ভিডিও। মূলত, সেসময় তামিম ইকবাল তার ইউটিউব চ্যানেলে দেশী-বিদেশী ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডা দিতেন। উক্ত ভিডিওটিও সেই সময়েরই একটি আড্ডার ভিডিও।
সর্বশেষ ব্যারিস্টার সুমনের ভিডিওটি অনুসন্ধানে আলোচিত ভিডিওর সুমনের অংশের ফুটেজ থেকে কিছু কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘DW খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ নামের ইউটিউব চ্যানেলে গত ১২ জানুয়ারি কে সরকারি কে বিরোধী? শীর্ষক শিরোনামে প্রচারিত একটি সরাসরি সম্প্রচারকৃত ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যারিস্টার সুমনের ফুটেজের কিছু অংশের হুবহু মিল পাওয়া যায়।

উক্ত ভিডিও থেকে আরও জানা যায়, জার্মানভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম DW এর বাংলা বিভাগের প্রধান সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের জনপ্রিয় টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ এর উক্ত পর্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে আমন্ত্রণ জানানো হয়। উক্ত প্রোগ্রামে খালেদ মুহিউদ্দীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা সময়ে চলা আন্দোলন ও সংসদের বিরোধীদল নিয়ে অতিথিদের সাথে নানা আলোচনা করেন। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
মূলত, ক্রিকেট তারকা সাকিব আল হাসান ২০২৩ সালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দেখে মারতে উদ্ধত হন বলে অভিযোগ তুলে সেসময় নিজের ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও প্রচার করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ভিডিওটিতে তিনি জানান, ভারত-বাংলাদেশ সিরিজ চলাকালে হোটেল সোনারগাঁওয়ে উক্ত ঘটনাটি ঘটে। সাম্প্রতিক সময়ে উভয় ব্যক্তি-ই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের পূর্বের দ্বন্দ্বের বিষয়টি পুনরায় ইন্টারনেটে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে সম্প্রতি, তামিম ইকবাল মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান ও হবিগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে নিয়ে একটি লাইভ ভিডিও করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। যাতে দাবি করা হচ্ছে, সাকিব-সুমন দ্বন্দ্বে তামিম ইকবাল সাকিবের পক্ষ নিয়েছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, তারা তিনজন একত্রে কোনো লাইভে যুক্ত হননি। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনায় প্রকাশিত তাদের পৃথক কয়েকটি ভিডিওর ফুটেজ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত দাবি সম্বলিত ভিডিওটি প্রচার করা হয়েছে।
সুতরাং, তামিম ইকবাল সংসদ সদস্য সাকিব আল হাসান ও ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে নিয়ে লাইভ করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Daraz Online Shopping Facebook Page: Shakib Al Hasan Live Adda with Daraz
- Tamim Iqbal Youtube Channel: #TI28 Tamim Iqbal Live with Kane Williamson
- DW খালেদ মুহিউদ্দীন জানতে চায় Youtube Channel: কে সরকারি কে বিরোধী?
- Rumor Scanner’s Own Analysis