জামায়াত ইসলামীকে জাড়িয়ে সমকালের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘মির্জা ফখরুলের নামে ফেসবুক – হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, জামাত নেতা সহ গ্রেফতার ২’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম সমকাল এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মির্জা ফখরুলের নামে ফেসবুক – হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, জামাত নেতা সহ গ্রেফতার ২’ শীর্ষক শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সমকালের ভিন্ন একটি ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকাল এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৬ মে ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্রে সমকাল এর ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সমকালের ওয়েবসাইটইউটিউব চ্যানেল উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, সমকালের ফেসবুক পেজে গত ২৬ মে ‘মির্জা ফখরুলের নামে ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ২’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। সমকালের মূল ফটোকার্ডটিতে ‘মির্জা ফখরুলের নামে ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ২’ শীর্ষক শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘মির্জা ফখরুলের নামে ফেসবুক – হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, জামাত নেতা সহ গ্রেফতার ২’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সমকালের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোটভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের নাম-ছবি ব্যবহার করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আইডি খুলে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হায়দার রহমান জয় (২০) ও শাকিল আহমেদ (৪৬)। রোববার নীলফামারী জেলার ডিমলা থেকে শাকিল আহমেদকে ও শনিবার রাতে হায়দার রহমান জয়কে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের দিঘুলিয়া বেড়াডোমা গ্রামের আনিছুর রহমান নাহিদের ছেলে আর শাকিল আহমেদের পরিচয় পাওয়া যায়নি।’

প্রতিবেদনটিতে অভিযুক্ত দুইজনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

সুতরাং, ‘মির্জা ফখরুলের নামে ফেসবুক – হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, জামাত নেতা সহ গ্রেফতার ২’ শীর্ষক শিরোনামে সমকালের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img