অন্তত গতকাল (০১ ফেব্রুয়ারি) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পরিবারের ছবি পোস্ট করে তার মেয়ের ছবিকে কেন্দ্র করে আরো দুইটি আপত্তিকর ছবি “গণশত্রুর মেয়ে হিজাবী গাভী! বাংলাদেশে হিজাবী, আমেরিকাতে উ’লঙ্গ গাভী।” শীর্ষক ক্যাপশনে প্রচার করা হয়।
অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, প্রচারিত আপত্তিকর ছবি দুইটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের এবং তা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ধারণকৃত।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের ছবি দাবিতে প্রচারিত ছবি দুইটি আসল নয় বরং পর্ণ অভিনেত্রী মিয়া খলিফার দুইটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে শফিকুল আলমের মেয়ের মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে।
প্রথম ছবি যাচাই:
আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় ২০২৩ সালের প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে একটি ছবির সংযুক্তি পাওয়া যায়৷ উক্ত ছবিটির সাথে প্রচারিত ছবিটির মুখমণ্ডল ব্যতীত পোশাক, অঙ্গভঙ্গি, পারিপার্শ্বিক অবস্থাসহ সবকিছুর হুবহু সাদৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনটিতে ছবিটি পর্ণতারকা মিয়া খলিফার বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ‘লিবেরো’ নামক একটি পেরুভিয়ান সংবাদমাধ্যমেও প্রচারিত ছবিটি মিয়া খলিফার বলে উল্লেখ করা হয়। পাশাপাশি আরো একাধিক সংবাদমাধ্যম বা ওয়েবসাইটেও প্রচারিত ছবিটি মিয়া খলিফার ছবি বলে পাওয়া যায়। অর্থাৎ, মিয়া খলিফার ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের মুখাবয়ব বসিয়ে প্রথম এই ছবিটি তৈরি করা হয়েছে।
দ্বিতীয় ছবি যাচাই:
আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের ওয়েবসাইটে মিয়া খলিফাকে নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে একটি ছবির সংযুক্তি পাওয়া যায়। উক্ত ছবিটির সাথে প্রচারিত ছবিটির মুখমণ্ডল ব্যতীত পোশাক, অঙ্গভঙ্গি, পারিপার্শ্বিক অবস্থাসহ সবকিছুর হুবহু সাদৃশ্য পাওয়া যায়।

এছাড়াও ‘ডিয়ারিও ডো পারা’ নামক একটি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমেও প্রচারিত ছবিটি মিয়া খলিফার বলে উল্লেখ করা হয়। পাশাপাশি আরো একাধিক ওয়েবসাইটেও প্রচারিত ছবিটি মিয়া খলিফার ছবি বলে পাওয়া যায়।
অর্থাৎ, মিয়া খলিফার ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের মুখাবয়ব বসিয়ে দ্বিতীয় এই ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, প্রেস সচিব শফিকুল আলমের মেয়ে দাবিতে প্রচারিত এই ছবি দুইটি এডিটেড বা বিকৃৃত।
তথ্যসূত্র
- Marca – Mia Khalifa recibe otro revés: La plataforma Pornhub congela sus ingresos y los destina en apoyo a Israel
- Libero – Mia Khalifa surprises by showing off her toned figure on Instagram [VIDEO]
- Zee News – Mia Khalifa:মিয়া খালিফা প্রয়াত! মৃত্যু ঘিরে রহস্যের মাঝেই সামনে এল নয়া তথ্য
- Diario Do Para – Mia Khalifa faz alerta sobre adesões de meninas em sites adultos
হালনাগাদ/ Update
১৫ ফেব্রুয়ারি, ২০২৫ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত ফেসবুক পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্ট প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।