দুষ্টু কোকিল গানের তালে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের নাচের দৃশ্যটি নতুন কারিকুলামের অংশ নয়

সম্প্রতি মুক্তি পাওয়া ঢালিউড অভিনেতা শাকিব খান ও ঢলিউড মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমার আইটেম গান ‘দুষ্টু কোকিল’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র এই কাজ নিয়ে চলছে আলোচনা।

এরই প্রেক্ষিতে এই গানের তালে তালে শিক্ষার্থীদের সাথে এক শিক্ষকের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

দাবি করা হচ্ছে, নাচের এই ভিডিওটি নতুন জাতীয় শিক্ষা কারিকুলামের অংশ।

দুষ্টু কোকিল

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দুষ্টু কোকিল’ গানের তালে তালে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের নাচের দৃশ্যটি নতুন কারিকুলামের অংশ নয়, বরং বাচ্চা শিক্ষার্থীদের বিনোদন দিতেই এই নৃত্য পরিবেশন করেছেন বলে জানান নৃত্যরত শিক্ষক নিজেই। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

টিকটক পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দুষ্টু কোকিল গানটি টিকটকের মিউজিক ইফেক্ট থেকে নেওয়া। 

Screenshot: Tiktok

উক্ত অ্যাকাউন্টটির বায়োতে একই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের ঠিকানাও পাওয়া যায়। ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের নৃত্য শিক্ষক। 

উক্ত ভিডিওটির বিষয়ে গত ০৬ জুলাই এই নৃত্য শিক্ষক (জিয়া আমিন) তার ফেসবুকে অ্যাকাউন্টে করা এক পোস্টে জানিয়েছেন, যে বাচ্চাগুলো ক্লাসে কান্না করে তাদের তিনি ক্লাস নেন। তিনি বাচ্চাদের সাথে নেচে-গেয়ে তাদের আনন্দ দেন। তবে, তিনি যে গানে নাচেন তা বাচ্চারা শুনতে পারে না। কারণ, তিনি হেডফোন লাগিয়ে গান শুনে নাচেন। 

Screenshot: Facebook

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুল নৃত্য শিক্ষক জিয়া আমিনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। 

তিনি বলেন, এটি আসলে আমি বাচ্চাদের বিনোদন দিতেই করেছিলাম। এছাড়া, বাচ্চারা গানটিও শুনেনি। কারণ, আমি ইয়ারফোন কানে দিয়ে গান বাজিয়ে নাচ করি। এটি নতুন কারিকুলামের কিছু নয়। কে বা কারা এটি ছড়িয়েছে আমি জানি না। বিষয়টি আসলে দুঃখজনক।

অর্থাৎ, প্রচারিত নৃত্যটি নতুন কারিকুলামের অংশ নয়। 

মূলত, সম্প্রতি তুফান সিনেমার আইটেম গান ‘দুষ্টু কোকিল’ এর সাথে বাচ্চাদের সাথে একটি শিক্ষকের নৃত্য একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, এটি নতুন কারিকুলামের অংশ। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দুষ্টু কোকিল’ গানের তালে তালে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের নাচের দৃশ্যটি নতুন কারিকুলামের অংশ নয়। প্রকৃতপক্ষে, বাচ্চাদের বিনোদন দিতেই সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের নৃত্য শিক্ষক জিয়া আমিন উক্ত গানে নেচেছেন। তবে শ্রেণিকক্ষে গান বাজিয়ে নয়, তিনি এই নৃত্য পরিবেশন করেছেন ইয়ারফোনে গান বাজিয়ে। এছাড়া, বিষয়টি নতুন কারিকুলামের কিছু নয় বলেও তিনি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

সুতরাং, ‘দুষ্টু কোকিল’ গানের তালে তালে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের নাচের দৃশ্যটি নতুন কারিকুলামের অংশ- শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img