ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গত ভিপি, জিএস ও এজিএসসহ ২৮ টি পদের মধ্যে ২৩ টিতেই জয় পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। এরই প্রেক্ষিতে শিবিরকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীর্ষক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। প্রচারিত পোস্টগুলোতে তারেকের মন্তব্য দাবিতে প্রচার করা হয়, “শিবিরকে অভিনন্দন,, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল ভোটে জয়লাভ করে প্রমাণ করে দিলেন জনপ্রিয়তা কি জিনিস। জনতা মুখ ফিরিয়ে নিলে, কারো পক্ষেই নির্বাচনে জয়লাভ করা সম্ভব না। ইনশাআল্লাহ আমাদের টার্গেট জাতীয় নির্বাচন। নেতাকর্মীদের শান্ত থাকার আহব্বান করছি।”

এই দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তারেক রহমান বরং একটি গুজব বা স্যাটায়ার পেজের পোস্টে দাবিটি প্রথম প্রচারের পর তা সত্য দাবিতে প্রচার হচ্ছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে তারেক রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে ডাকসু নির্বাচন প্রসঙ্গে কোনো পোস্ট বা ভিডিওর সন্ধান মেলেনি। পাশাপাশি গণমাধ্যম সূত্রেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে Channel J নামে একটি পেজে আজ সকালে প্রকাশিত একই দাবির একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টে কথিত এই মন্তব্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। 

Screenshot: Facebook 

পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা যায়, পেজটিতে নিয়মিত গুজব পোস্ট করা হয়ে থাকে। গত ২৬ আগস্ট চালু হওয়া পেজটির শুরুর নাম Kaisar Tv থাকলেও গত ০৭ সেপ্টেম্বর নাম বদলে Channel J রাখা হয়। 

সুতরাং, একটি গুজব বা স্যাটায়ার পেজের পোস্টকে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে তারেক রহমানের মন্তব্য দাবিতে প্রচার হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img