কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি জগন্নাথ হলের নয় বরং, ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কর্মীদের জিনিসপত্র ফেলে দেওয়ার ভিডিও।
অনুসন্ধানে দেশটিভির ইউটিউব চ্যানেলে গত ১৭ জুলাই ‘ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগ কর্মীদের আসবাবপত্র ফেলে দিয়েছে আন্দোলকারীরা #QuotaReform #QuotaAndolon’ শীর্ষক শিরোনামে আপলোডকৃত ভিডিও প্রতিবেদনের ভিডিও’র সাথে মিল লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে ইনডিপেনডেন্ট টেলিভিশন এর ওয়েবসাইটে গত ১৭ জুলাই ‘ঢাবির বঙ্গবন্ধু হলে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা-কর্মীরা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা- কর্মীদের হল থেকে বের করে দিয়ে তাঁদের কক্ষ তছনছ করে এবং তাদের জিনিসপত্র কক্ষের বাইরের বারান্দা দিয়ে ফেলে দেয়।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের জগন্নাথ হলে সাম্প্রতিক হামলা দাবিতে কোনো তথ্য বা সংবাদ গণমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং ঢাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ছাত্রলীগের জিনিসপত্র ফেলে দেওয়ার ভিডিওকে ইন্টারনেটে জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের সাথে ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Desh TV News: ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগ কর্মীদের আসবাবপত্র ফেলে দিয়েছে আন্দোলকারীরা #QuotaReform #QuotaAndolon
- Independent TV: ঢাবির বঙ্গবন্ধু হলে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা-কর্মীরা
- Rumor Scanner’s Own Analysis