সম্প্রতি, “টেক্সাসের ড্রাইভিং টেস্ট (অনুবাদিত)” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি টেক্সসের ড্রাইভিং পরীক্ষার ভিডিও নয় বরং টেক্সাসের এ্যামারিলো পুলিশ ডিপার্টমেন্টের একটি প্রতিযোগিতার ভিডিও।
কি- ওয়ার্ড সার্চের মাধ্যমে, শর্ট ভিডিও শেয়ারিং মাধ্যম টিকটক এ amandajo_1 নামের আইডি থেকে “Iron Horse Shoot Out Competition speed run!“ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আইডিটিতে প্রকাশিত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায় ভিডিওটি আয়রন হর্স প্রতিযোগিতার ভিডিও।
এছাড়াও, Ironhorseshootout.com থেকে জানা যায় যে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ্যামারিলো পুলিশ ডিপার্টমেন্ট এ বছরের ৪ থেকে ৬ আগস্ট আয়রন হর্স প্রতিযোগিতার আয়োজন করে। তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এই ইভেন্টের মাধ্যমে রাইডাররা তাদের দক্ষতা বৃদ্ধি করার সুযোগ এবং নতুন রাইডারা বিশেষজ্ঞদের কাছ থেকে শেখতে পারবে।
মূলত, টেক্সাসের এ্যামারিলো পুলিশ ডিপার্টমেন্টের আয়োজনে আয়রন হর্স রাইডারদের দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতার একটি ভিডিওকে টেক্সাসে ড্রাইভিং টেস্টের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সূতরাং, পুলিশ ডিপার্টমেন্টের দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতের ভিডিওকে ড্রাইভিং টেস্টের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।