সম্প্রতি, “Big breaking. জাকির নায়েক কে ওমান সরকার আজ গ্রেফতার করে। ইসলাম প্রচারণার আড়ালে দূর্নীতি ও অবৈধভাবে অর্থ আয় এবং সমগ্র বিশ্বে মৌলবাদ সন্ত্রাস সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ভারত সরকার তাকে ভারতের আদালতে এনে শাস্তির উপযুক্ত চেষ্টা চালাচ্ছে” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. জাকির নায়েককে ওমানে গ্রেপ্তার করা হননি বরং তিনি ওমানে নিরাপদেই আছেন।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, ওমানের প্রতিভা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর টুইটার অ্যাকাউন্ট থেকে গত ১৫ মার্চ “The Ministry of Endowments and Religious Affairs, represented by the Department of Introducing Islam and Cultural Exchange in the Iftaa Office, is organizing a lecture by the preacher Dr. Zakir Naik, entitled “The Holy Qur’an is a Global Necessity,” on the evening of Thursday, Ramadan 1, 1444 AH, corresponding to March 23, 2023 AD, at the Oman Convention and Exhibition Center (Madinat Al-Irfan Theatre)” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি টুইট পাওয়া যায়।
সেই টুইটে বলা হয়, আগামী ১ রমজান, ১৪৪৪ হিজরি (২৩ মার্চ, ২০২৩) এ পবিত্র কোরআনের বৈশ্বিক প্রয়োজনীয়তা নিয়ে ড. জাকির নায়েক ওমান কনভেনশন এন্ড এক্সিভিশন সেন্টার (মদিনাত আল-ইরফান থিয়েটর) এ আলোচনা করবেন।
গত ২৩ মার্চ ড. জাকির নায়েক “Zakir Naik’s Oman Tour – 2023” শীর্ষক শিরোনামে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওমান যাওয়া নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিওতে তিনি তার ওমানে নিরাপদে পৌঁছানো এবং ওমান সরকার তাকে প্রটোকল দিয়ে স্বাগত জানানোর কথা জানান।
গত ২৪ মার্চ মালয়শিয়ান গণমাধ্যম ‘New Straits Times’ এ “Zakir Naik’s lawyer denies reports of his looming arrest in Oman” শীর্ষক শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে ওমানে ড. জাকির নায়েকের গ্রেপ্তার না হওয়ার সত্যতা পাওয়া যায়। সেই প্রতিবেদনে ড. জাকির নায়েকের আইনজীবী আকবরদিন আবদুল কাদের জানান যে তিনি ওমানে নিরাপদে আছেন।
এর আগে গত ২১ মার্চ ভারতীয় গণমাধ্যম ‘The Quint World’ এ “’False’: Zakir Naik’s Lawyer Denies Media Reports of His Deportation from Oman” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
জাকির নায়েকের অপর আরেক আইনজীবী মুবিন সলকার The Quint কে জানায়, ড. জাকির নায়েককে গ্রেফতার করার দাবিটি মিথ্যা।
এছাড়া ড. জাকির নায়েকের ফেসবুক পেজ পর্যালোচনা করে দেখা যায়, তিনি গত ২৪ মার্চ “The World and Human Values – An Islamic Perspective. A public lecture by Dr Zakir Naik” শীর্ষক শিরোনামে একটি ডিজিটাল ব্যানার পোস্ট করেন।
সেই ফেসবুক পোস্টে তিনি জানান ‘২৪ মার্চ ওমানের স্থানীয় সময় সন্ধ্যা ৭.৫০ টায় মদিনাত আল-ইরফান থিয়েটরে ইসলামের দিক দিয়ে ‘বিশ্ব এবং মানবজাতির গুরুত্ব’ নিয়ে লেকচার দিবেন।
পরবর্তীতে, পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি তার ফেসবুক পেজ থেকে ওমানের স্থানীয় সময় ৭.৫০ এ “The World and Human Values – An Islamic Perspective” শীর্ষক শিরোনামে লাইভ ভিডিও প্রচার করেন।
এছাড়া, ভারত সরকার তাকে ওমান থেকে ভারতের আদালতে এনে শাস্তির উপযুক্ত চেষ্টা চালাচ্ছে শীর্ষক দাবিরও কোনো তথ্যপ্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, গত ২৩ মার্চ ২০২৩ এ ড. জাকির নায়েকের ওমান যাত্রাকে কেন্দ্র করে ‘দূর্নীতি ও অবৈধভাবে অর্থ আয় এবং সমগ্র বিশ্বে মৌলবাদ সন্ত্রাস সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়। তবে অনুসন্ধানে জানা যায়, ড. জাকির নায়েককে ওমানে গ্রেপ্তার করা হননি। তিনি ওমানে নিরাপদেই আছেন। ওমানের প্রতিভা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে গিয়ে সেখানে ‘কোরআনের বৈশ্বিক প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেছেন।
সুতরাং, ওমান সরকার ড. জাকির নায়েককে গ্রেপ্তার করেছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ministry of Endowments and Religious Affairs, Oman – Twitter
- Dr. Zakir Naik – “Zakir Naik’s Oman Tour – 2023”
- New Straits Times – “Zakir Naik’s lawyer denies reports of his looming arrest in Oman”
- The Quint World – “’False’: Zakir Naik’s Lawyer Denies Media Reports of His Deportation from Oman”
- Dr. Zakir Naik – “The World and Human Values – An Islamic Perspective”