গত জুলাই মাসের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ০৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরই প্রেক্ষিতে, বর্তমান সংকটের কারণে দেশের সবাইকে ৫ হাজার টাকা দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস এবং ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ৫ হাজার ৫শত টাকা করে সম্মানি প্রদান করা হচ্ছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তবর্তীকালীন সরকারেী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সকল নাগরিককে ৫,০০০ টাকা কিংবা ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ৫,৫০০ টাকা অনুদান দেওয়ার কোনো ঘোষণা দেননি বরং প্রতারণার উদ্দেশ্যে আলোচিত দাবিগুলো ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
দাবি যাচাই: ০১
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সকল নাগরিককে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন এমন দাবির প্রেক্ষিতে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফেসবুক পোস্টটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যনার।
উক্ত পোস্টে যুক্ত লিংকে ক্লিক করার পর http://144.202.80.21/ (আর্কাইভ) শীর্ষক ওয়েবসাইটে নিয়ে যায়।
ওয়েবসাইটে প্রবেশ করলে বাংলাদেশ ব্যাংক শীর্ষক লেখাসহ “দেশের বর্তমান পরিস্থিতিতে, ড. ইউনুস সকলকে বিকাশের মাধ্যমে ৫০০০ টাকা অনুদান প্রদান করছেন” শীর্ষক তথ্য সম্বলিত একটি পেজ ওপেন হয়।
ওয়েবসাইটটিতে প্রবেশ করে একটু নিচে স্ক্রল করলেই টাকা পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়। ফর্মটিতে নাম, জেলা, এই মূহুর্তে (ফর্ম পূরণ করার মুহূর্তে) বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে এসব তথ্য জানতে চাওয়া হয়।
রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে উক্ত ফর্ম পূরণ করে জমা দিলে আরেকটি নতুন পেজে নিয়ে যায়। উক্ত নতুন পেজটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে রিউমর স্ক্যানার টিম। নতুন পেজের ইন্টারফেসটি হুবহু বিকাশে পেমেন্ট করার ইন্টারফেসের মতো। তাছাড়া, দাবি অনুসারে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারীর ৫০০০ টাকা পাওয়ার কথা থাকলেও নতুন ইন্টারফেসটি হচ্ছে কাউকে টাকা পেমেন্ট করার ইন্টারফেস।
উক্ত ওয়েবসাইটে নির্দিষ্ট ফোন নাম্বার প্রবেশ করালেও পরর্তীতে কোন ওয়েবপেজ বা এই অ্যাকাউন্টে টাকা প্রবেশ হয়নি।
দাবি যাচাই: ০২
বাংলাদেশে ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে প্রকার আর্থিক সাহায্য ঘোষণা দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট গুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার “https://viralvdo.xyz/bkash.html” এবং “https://t.co/mKSDipwtyw” দুটি ওয়েবসাইট লক্ষ্য করে। তবে উক্ত ওয়েবসাইটগুলো একাধিকবার চেষ্টা করে প্রবেশ করা যায়নি।
এছাড়া উক্ত দাবিগুলোর প্রেক্ষিতে অনুসন্ধানে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, আর্থিক প্রতারণার উদ্দেশ্যেই উক্ত ক্যাম্পেইন গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
সুতরাং, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান পরিস্থিতিতে সকল নাগরিককে ৫ হাজার টাকা এবং বাংলাদেশে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ৫ হাজার পাঁচশত টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis