ড. ইউনূস ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দাবিতে ভুয়া প্রেস রিলিজ প্রচার

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে এখন এবং এর মধ্যেই কিছু রাজ্যে কে জিতেছেন তাও অনেকটা স্পষ্ট হয়েছে। এরই মধ্যে ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে নিজের বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আজ দুপুরে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই দাবির সাথে ড. ইউনূসের স্বাক্ষর সম্বলিত একটি সংবাদ বিজ্ঞপ্তির ছবিও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন দৈনিক আমাদের সময়, ঠিকানা নিউজ। 

উক্ত দাবিতে এক্সের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ভারতের গণমাধ্যমের প্রতিবেদন দেখুন রিপাবলিক বাংলা। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে এই প্রেস রিলিজ দেননি বরং ভুয়া একটি প্রেস রিলিজের মাধ্যমে বানোয়াট দাবিটি প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে কথিত প্রেস রিলিজটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়৷ যেমন, উল্লিখিত বাক্যগুলোর শব্দ চয়নে অপ্রচলিত এবং অপ্রাতিষ্ঠানিক শব্দের ব্যবহার লক্ষণীয়। 

Image: Facebook 

কথিত এই প্রেস রিলিজের বিষয়ে পরবর্তী অনুসন্ধানে গণমাধ্যম বা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে কোনো তথ্য মেলেনি। এ বিষয়ে নিশ্চিত হতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে প্রেস রিলিজটি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়।

সুতরাং, ড. ইউনূস ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন শীর্ষক একটি দাবিতে প্রচারিত প্রেস রিলিজটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Statement from CA Press Wing

হালনাগাদ/Update

২১ নভেম্বর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক্স পোস্ট এবং আরো ফেসবুক পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত প্রতিবেদনগুলো এবং পোস্টকে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img