সম্প্রতি, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি সরকারি দপ্তর, আদালত এবং প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের প্রতিটি সরকারি দপ্তর, আদালত এবং প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শীর্ষক দাবিটি সত্য নয় বরং, ২০১৯ সালে হাইকোর্টের দেওয়া একটি নির্দেশের প্রেক্ষিতে সেসময়ে একাত্তর টেলিভিশনে প্রচার করা সংবাদ প্রতিবেদনের ফুটেজ সম্পাদনা করে এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের সম্পাদিত ক্লিপ ও তার কয়েকটি বক্তব্যের খণ্ডাংশ সংযুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে শুরুতেই একাত্তর টিভির একটি সংবাদ ফুটেজ দেখানো হয়। সংবাদ ফুটেজটিতে উপস্থাপিকাকে বলতে শোনা যায়, আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এই ফুটেজে ‘যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’ কথার সাথে আগের কথার অসামঞ্জস্যতা আছে বলে প্রতীয়মান হয়। এছাড়া ভিডিওটিতে ডোনাল্ড ট্রাম্পের একটি ক্লিপে মুহাম্মদ ইউনূসের নাম বলতে শোনা যায়, তবে সেই ক্লিপটিতে ডোনাল্ড ট্রাম্পের মুখের অঙ্গভঙ্গির সাথে অডিওর অসামাঞ্জস্যতা পরিলক্ষিত হয়।
এছাড়া, ভিডিওটিতে একজন উপস্থাপক দাবি করেন, সম্প্রতি হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন আগামি দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি সরকারি দপ্তর, আদালত এবং প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাতে হবে। দাবি করা হয়, ট্রাম্প বলেন আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই তাতে কি! বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অধিকার নেই জাতির পিতাকে অবমাননা করার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের নয়, পুরো বাংলাদেশের নেতা। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন যদি তার এই নির্দেশ বাস্তবায়িত না হয় তবে তিনি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। দাবি করা হয়, এই সময় তিনি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্যে করে বলেন আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যদি বঙ্গবন্ধুর ছবি প্রতিটি সরকারি দপ্তরে টাঙানো না হয় তাহলে আমি বাংলাদেশে বড় পরিবর্তন আনবো, প্রয়োজনে বর্তমান সরকারকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় বসাবো।
একাত্তর টিভির সংবাদ ফুটেজ যাচাই
ফুটেজটির কিছু কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৯ আগস্ট ‘সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ হাইকোর্টের | News | Ekattor TV’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শুরুর অংশের সাথে আলোচিত ফুটেজটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটিতে উপস্থাপিকাকে বলতে দেখা যায়, আগামী দু’মাসের মধ্যে দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এখানে আলোচিত ভিডিওটিতে ‘হাইকোর্ট’ এর জায়গায় ‘যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’ অডিও সংযুক্ত করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ভিডিও যাচাই ০১
ফুটেজটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম ‘Firstpost’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৬ নভেম্বর ‘US Election 2024: Donald Trump Urges Voters to “Stay in Line” | Trump vs Harris’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওরর একটি অংশের সাথে আলোচিত ভিডিও ক্লিপটির মিল পাওয়া যায়।

ভিডিওটিতে ট্রাম্প সেসময় রিপাবলিকানদের ভোট দেওয়ার জন্য লাইনে থাকার আহ্বান জানান।
আলোচিত ফুটেজ টিতে ডোনাল্ড ট্রাম্পকে ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বলতে দেখা গেলেও এই ভিডিওটিতে ডোনাল্ড ট্রাম্পকে ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে কোনো কিছু বলতে দেখা যায়নি।
ডোনাল্ড ট্রাম্প ফুটেজ যাচাই ০২
ফুটেজটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Trump White House Archived’ ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১ ডিসেম্বর প্রচারিত ‘President Trump and the First Lady Take Part in Lighting the National Christmas Tree’ শীর্ষক ক্যাপশনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওরএকটি অংশের সাথে আলোচিত ভিডিও ক্লিপটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওর সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
ডোনাল্ড ট্রাম্প ফুটেজ যাচাই ০৩
ফুটেজটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Trump White House Archived’ ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ডিসেম্বর ‘President Trump Delivers Remarks at the 2020 National Christmas Tree Lighting’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়। যার একটি অংশের সাথে আলোচিত ফুটেজটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

অর্থাৎ, এই ভিডিওর সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি সরকারি দপ্তর, আদালত এবং প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ekattor TV: সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ হাইকোর্টের | News | Ekattor TV
- Firstpost: US Election 2024: Donald Trump Urges Voters to “Stay in Line” | Trump vs Harris
- Republic World: Donald Trump Posts Video Message, Urges Supporters to ‘Stay in Line’ | US Election 2024
- Trump White House Archived: President Trump and the First Lady Take Part in Lighting the National Christmas Tree
- Trump White House Archived: President Trump Delivers Remarks at the 2020 National Christmas Tree Lighting