উপদেষ্টাদের জড়িয়ে চিত্রনায়ক শাকিব খানের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, “ক্ষমতায় বসে কি নিজেকে ফাটাকেষ্ট মনে করো?” শীর্ষক থাম্বনেইল এবং “উপদেষ্টা হয়ে ক্ষমতায় বসে কি নিজেকে ফাটাকেষ্ট মনে করো? || শেখ হাসিনা মমতাময়ী মা” শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

দাবি করা হচ্ছে, চিত্রনায়ক শাকিব খান এমন মন্তব্য করেছেন। 

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ০৪ লাখের ওপরে দেখা হয়েছে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক শাকিব খান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং, ভিন্ন প্রেক্ষিতে তার দেওয়া বক্তব্যের সাথে চমকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির থাম্বনেইল পর্যবেক্ষণ করে দেখা যায়, শাকিব খানের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ছবি রয়েছে।

Screenshot: Youtube 

তবে, হাসনাত আবদুল্লাহ অন্তরবর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার পদে নেই। 

ভিডিওটি চালু করলে এতে শাকিব খানের দুইটি বক্তব্য দেওয়ার ভিডিও ফুটেজ দেখা যায়। 

প্রথম ভিডিও ফুটেজটিতে শাকিব খানকে বলতে শোনা যায়, “এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে আমি দুএকদিনের মধ্যেই একটা প্রেস কনফারেন্স করবো। আপনাদের সাথে বিস্তারিত সেখানেই আলাপ করবো”। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের ২৩ মার্চ যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিও ফুটেজের হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

ভিডিও প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রযোজক রহমান উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ২০২৩ সালে মামলা দায়ের করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। মামলা দায়েরের পরবর্তী সময়ে সেই প্রেক্ষিতে দেওয়া বক্তব্য এটি। 

অর্থাৎ, উক্ত ভিডিও ফুটেজেরর সাথে আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা নেই। 

দ্বিতীয় ভিডিও ফুটেজ শাকিব খানকে বলতে শোনা যায়, এক সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের প্রধানমন্ত্রী তিনি। তার আছে নিয়ম,নীতি, শৃঙ্খলা। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে প্রধানমন্ত্রীত্বর চেয়েও উজ্জ্বলতর হয়ে উঠে তার মমতাময়ী মায়ের আবেগ। 

শাকিব খানের বক্তব্যের উক্ত ভিডিওর মূল উৎস খুঁজে না পেলেও বক্তব্যের প্রেক্ষিতে বলা যায়, আলোচিত দাবির সাথে উক্ত বক্তব্যের কোনো সম্পৃক্ততা নেই। 

এছাড়া, আলোচিত ভিডিওতে উপস্থাপককে মনগড়া কিছু কথা বলতে শোনা যায়।

পাশাপাশি, গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও শেখ হাসিনাকে জড়িয়ে চিত্রনায়ক শাকিব খানের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img