সম্প্রতি মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, “সাধারণ মানুষ এখন বলতেছে শেখ হাসিনাই ভালো ছিলো।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাধারণ মানুষ এখন বলতেছে শেখ হাসিনাই’ শীর্ষক কোনো মন্তব্য করেননি হাসনাত আবদুল্লাহ এবং উক্ত দাবিতে একাত্তর টিভিও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ডের শিরোনাম বদলে দিয়ে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূল ধারার গণমাধ্যম একাত্তর টিভির লোগো লক্ষ্য করা যায় এবং এটি প্রকাশের তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে গণমাধ্যমটির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে গত ১৫ ফেব্রুয়ারি গণমাধ্যমটির ফেসবুক পেজে “ডুবে যাওয়া নৌকা বাংলাদেশে আর কখনোই ভাসবে না: হাসনাত” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। তবে এই ফটোকার্ডে প্রচারিত শিরোনাম বদলে দিয়ে “সাধারণ মানুষ এখন বলতেছে শেখ হাসিনাই ভালো ছিলো : হাসানাত” বাক্য প্রতিস্থাপন করা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদিত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
একাত্তরের ফটোকার্ডে দেওয়া শিরোনামে সংবাদ প্রকাশ করেছে অন্যান্য গণমাধ্যমও। যমুনা টিভির ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের হাসনাত বলেন, আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না। ৫ আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয়।
এই প্রতিবেদনসহ অন্যান্য গণমাধ্যমের একই ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, “সাধারণ মানুষ এখন বলতেছে শেখ হাসিনাই ভালো ছিলো : হাসানাত” শীর্ষক শিরোনামে একাত্তর টিভির নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।