সেনাপ্রধানের পদবি বাতিলের দাবিতে ভুয়া ভিডিও প্রচার

সম্প্রতি “হটাৎ নতুন সেনাপ্রধানের পদবি বাতিল! হাসিনা কেনো এ সিদ্ধান্ত নিলো?” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক মাধ্যম ইউটিউবে প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। 
ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নতুন সেনাপ্রধানের পদবি বাতিল হয়নি বরং প্রচারিত ভিডিওটির শিরোনাম ও থাম্বনেইলে চটকদার তথ্য প্রচারের ফলে উক্ত বিষয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। 

অনুসন্ধানে ‘আফসোস ২৪-৭‘ নামক ইউটিউব চ্যানেলে গত ২ জানুয়ারি “হটাৎ নতুন সেনাপ্রধানের পদবি বাতিল! হাসিনা কেনো এ সিদ্ধান্ত নিলো?” শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহৃত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটি একটি অনলাইন টক-শোর ভিডিও। ১৩ মিনিট ৫ সেকেন্ডের উক্ত ভিডিওতে বক্তব্য রাখছিলেন গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী।

ভিডিওতে নির্বাচনী পদ্ধতি ও ইভিএম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে ভিডিওর কোথাও সেনাপ্রধানের পদবি বাতিল নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এছাড়াও উক্ত দাবির ভিত্তিতে মূলধারার গণমাধ্যম পর্যবেক্ষণ করেও সেনাপ্রধানের পদবি বাতিল বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, আগামী জাতীয় নির্বাচন ও ইভিএম পদ্ধতি নিয়ে একটি অনলাইন টকশো তে বক্তব্য রাখেন বাংলাদেশের রাজনৈতিক দল গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী। তবে উক্ত ভিডিওর কোথাও সেনাপ্রধানের পদবি বাতিলের ব্যাপারে কিছু বলেননি তিনি। কিন্তু উক্ত ভিডিওতে সেনাপ্রধানের পদবি বাতিল শীর্ষক শিরোনামের ক্যাপশন ও থাম্বনেইল ব্যবহার করা হচ্ছে। 

উল্লেখ্য, ভিডিওর ক্যাপশন ও থাম্বনেইলে চটকদার তথ্য পরিবেশন করে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় পূর্বেও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, অনলাইন টকশো’তে জাতীয় নির্বাচন নিয়ে গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরীর বক্তব্যের একটি ভিডিওতে চটকদার ক্যাপশন ও থাম্বনেইলে সেনাপ্রধানের পদবি বাতিল শীর্ষক তথ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান

আরও পড়ুন

spot_img