সম্প্রতি, ডাক অধিদপ্তরের ‘উপজেলা পোস্ট মাস্টার’ পদের নিয়োগ পরীক্ষা আগামী ০৩ জুন অনুষ্ঠিত হবে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাক অধিদপ্তরের ‘উপজেলা পোস্ট মাস্টার’ পদের নিয়োগ পরীক্ষা আগামী ০৩ জুন অনুষ্ঠিত হবে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, উক্ত পদের নিয়োগ পরীক্ষার তারিখ এখনো প্রকাশিত হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র ওয়েবসাইটে আজ (১৭ই মে) “নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব, সতর্ক করল ডাক অধিদপ্তর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি উপজেলা পোস্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত পোস্টগুলো সম্পূর্ন বানোয়াট।
এ বিষয়ে ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
উক্ত তথ্যের সূত্র ধরে, ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুজবের প্রেক্ষিতে গতকাল (১৬ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ সংক্রান্ত যে তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে তা সম্পূর্ন বানোয়াট ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ডাক অধিদপ্তরের সেই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে উক্ত তথ্যের দ্বারা প্রভাবিত না হওয়ার অনুরোধ করা হয়।
এ বিষয়ে জানতে উক্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারি ডাক অধিদপ্তরের পরিচালক (কর্মী ও সংস্থান) মো: আলতাফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “আমরা পরীক্ষা নেয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেইনি। ২০২১ সালের ১২ জুলাই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল৷ পরীক্ষার তারিখ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তারিখ প্রকাশে দেরি হবে।”
পরবর্তীতে ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ডাক অধিদপ্তরের ‘উপজেলা পোস্ট মাস্টার’ পদের নিয়োগ পরীক্ষা আগামী ০৩ জুন অনুষ্ঠিত হবে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। ডাক অধিদপ্তরের পক্ষ থেকে এখনও ‘উপজেলা পোস্টমাস্টার’ পদের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। বিষয়টি ডাক অধিদপ্তরের পরিচালক (কর্মী ও সংস্থান) মো: আলতাফুর রহমান রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, পূর্বে ইউনিসেফের স্বাস্থ্য প্রকল্পের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ডাক অধিদপ্তরের ‘উপজেলা পোস্টমাস্টার’ পদে নিয়োগ পরীক্ষা আগামী ০৩ জুন অনুষ্ঠিত হবে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo: নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব, সতর্ক করলো ডাক অধিদপ্তর
- Directorate of Posts: Notice
- Rumor Scanner’s own Analysis
- Statement from Altafur Rahman, Directorate of Posts