দিনাজপুরে ত্রাণ বঞ্চিতদের সড়ক অবরোধের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার

সম্প্রতি, “খাবার দে নইলে মাইরা ফেলা আমাদের। এটা ৭৪ সালের ভিডিও নয়, ২০২২ সালের বাংলাদেশের চিত্র।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুনে এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ২০২২ সাল অর্থাৎ সাম্প্রতিক সময়ের নয় বরং এটি প্রায় দুই বছর পুরোনো একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, মূলধারার সংবাদমাধ্যম “The Daily Inqilab” এর অফিসিয়াল ফেসবুক পেজে ২০২০ সালের ২৭ এপ্রিলে ‘দিনাজপুরে ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

একই তারিখে দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করণে উক্ত ঘটনা নিয়ে একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়, সেখানে উল্লেখ করা হয়,

“স্বজনপ্রীতি করে ত্রাণ প্রদান করা এবং প্রকৃত দুস্থ্য ও অসহায়দের ত্রাণ প্রদান না করায় ত্রানের দাবীতে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছেন ত্রান বঞ্চিতরা। আজ সোমবার সকাল ৯ টা থেকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহসড়কের দরবারপুর নামক এলাকায় এই সড়ক অবরোধ করা হয়। ৫ ঘন্টা পরে তালিকা তৈরী করার মাধ্যমে প্রকৃত দুস্থ্য ও অসহায়দের মাঝে ত্রাণ সহযোগিতা প্রদান করা হবে মর্মে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা। “

Screenshot from inqilab website

এছাড়া সেসময়ে আরো একাধিক ফেসবুক আইডি এবং পেজে ঐ ভিডিওটি প্রচার করতে দেখা যায়। ২০২০ সালের ২৭ ও ২৮ এপ্রিল প্রকাশিত আরো কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন, এখানে, এখানে, এখানে

দিনাজপুরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করার সেই ঘটনা নিয়ে সেসময় প্রায় সকল মূলধারার গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছিলো।

দিনাজপুর
Screenshot from Bangla Tribune website

মূলত, ২০২০ সালের ২৭ এপ্রিলে ত্রাণের দাবিতে দিনাজপুরে ত্রাণ বঞ্চিতদের সড়ক অবরোধ করার সময়ের একটি পুরোনো ভিডিওকে বর্তমানে ২০২২ সালের অর্থাৎ সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের আত্নহত্যা দাবিতে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়। এছাড়াও দ্রব্যমূল্যের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষের ভোগান্তি সংক্রান্ত সংবাদ খুঁজে পাওয়া গেছে।

অর্থাৎ, দিনাজপুরে ত্রাণ বঞ্চিত বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ করার একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে সামাজিক মাধ্যমে  প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: খাবার দে নইলে মাইরা ফেলা আমাদের। এটা ৭৪ সালের ভিডিও নয়, ২০২২ সালের বাংলাদেশের চিত্র।
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. ত্রাণের দাবীতে দিনাজপুরে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ (ভিডিওসহ) 
  2. ত্রাণ বিতরণে চেয়ারম্যানের স্বজনপ্রীতির অভিযোগে সড়ক অবরোধ 
  3. ত্রাণের দাবিতে দিনাজপুরে ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ 
  4. দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ববিতে মানববন্ধন – Somoy News 
  5. ভৈরবে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ | NTV Online 
  6. টিসিবির পণ্য কিনতে মারামারি-চুলাচুলি – banglanews24.com 
  7. স্বল্প আয়ের মানুষের টিকে থাকা দায়

আরও পড়ুন

spot_img