মেট্রোরেলে নাচের ভিডিওটি বাংলাদেশের নয়

সম্প্রতি ‘মেট্রোরেলের ভিতর তরুণীর নাচের ভিডিও’ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মেট্রোরেলের ভিতর তরুণীর নাচের ভিডিওটি বাংলাদেশের নয় বরং ঘটনাটি ভারতের দিল্লি মেট্রোরেলের। 

ফেসবুকে প্রকাশিত পোস্টগুলোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় সংবাদমাধ্যম  The Daily Campus, চ্যানেল২৪, নিউজ২৪, বাংলাভিশন, জনকণ্ঠ, জুমবাংলা সহ একাধিক গণমাধ্যমে মেট্রোরেলের মধ্যে তরুণীর নাচ শীর্ষক

 শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। বিশ্লেষণে দেখা যায়, প্রতিবেদনগুলোর শিরোনামে ঘটনাটির স্থান উল্লেখ করা না হলেও প্রতিবেদনগুলোর বিস্তারিত অংশে এটি ভারতের ঘটনা উল্লেখ করা হয়েছে।

তবে বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি যথাযথ যাচাই না করে শুধুমাত্র শিরোনামটি কপি-পেস্ট করে ফেসবুকে প্রচার করছেন। ফলে ঘটনাটি ভারতের হলেও ভারত শব্দটি উল্লেখ না করে বাংলাদেশে প্রচার করায় ঘটনাটি বাংলাদেশের মেট্রোরেল ভেবে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

যেমন মো: আজগর আলী নামে জনৈক ফেসবুক ব্যবহারকারী লিখেন, ‘এবার মেট্রোরেলের মধ্যে টিকটকার তরুণীর নাচের ভিডিও ভাইরাল। উপরে হিন্দি লেখা নিচে ইংরেজি ঝৈয় (জয়) বাংলা সোনা।’ 

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর বাংলাদেশে মেট্রোরেল উদ্বোধনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মেট্রো রেল স্টেশনে ইংরেজি ও হিন্দিতে গন্তব্য লেখা অথচ বাংলা নেই।’ শীর্ষক একটি মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। তখন বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম। 

ওসমান গনি নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন, ‘বাংলাদেশে আছি বলে এগুলো দেখার সৌভাগ্য আমাদের হয়।’

আবু সায়েম লিখন নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেন, ‘অপেক্ষার অবসান ঘটল।’

এছাড়া গণমাধ্যমগুলোর ফেসবুক পেইজে প্রচারিত এই সম্পর্কিত প্রতিবেদনগুলোর কমেন্টবক্স বিশ্লেষণ করেও ফেসবুক ব্যবহারকারীদের বিভ্রান্তি দেখা যায়। 

পরবর্তীতে আলোচিত ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে Aparna Devyal নামের একটি একাউন্টে গত বছরের ২৫ ডিসেম্বর প্রচারিত মেট্রোরেলে নাচের মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

মূলত, ভারতের নয়াদিল্লির মেট্রো ট্রেনে অপর্ণা দেবইয়াল নামে এক তরুণী তার ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও প্রকাশ করেন৷ যা নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম সূত্রে বাংলাদেশের গণমাধ্যমেও সংবাদটি প্রকাশ করা হলে ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি যথাযথ যাচাই না করে শুধুমাত্র শিরোনামটি কপি-পেস্ট করে ফেসবুকে প্রচার করছেন। ফলে ঘটনাটি ভারতের হলেও ভারত শব্দটি উল্লেখ না করে বাংলাদেশে প্রচার করায় ঘটনাটি বাংলাদেশের মেট্রোরেলের ভেবে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

সুতরাং, ভারতের নয়াদিল্লির মেট্রোরেলে এক ভারতীয় তরুণীর নাচের ভিডিও’র ঘটনায় বাংলাদেশে ‘ভারত’ শব্দ উল্লেখ না করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img