অ্যাক্টিভিস্ট ও মডেল ফারজানা সিথির ভিডিও দাবিতে ভারতীয় নারীর ডিপফেক ভিডিও প্রচার 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্লোগান থেকে শুরু করে সেনা কর্মকর্তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে আলোচিত হওয়া অ্যাক্টিভিস্ট ও মডেল ফারজানা সিথির ভিডিও দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ফারজানা সিথির নয় বরং আনুশকা রায় নামের একজন ভারতীয় নারীর নাচের ভিডিওতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে ফারজানা সিথির মুখমণ্ডল বসিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে anushka_roy6616 ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ০৬ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর নারীর চেহারা ব্যতীত পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক পরিবেশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। এছাড়াও উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ভিডিওর নারীর নাম আনুশকা রায় (প্রীতি) এবং তিনি একজন ভারতীয় নাগরিক।

অর্থাৎ, ভিডিওটি বিশ্লেষণ করে এটি নিশ্চিত হওয়া যায় যে, ইন্সটাগ্রাম থেকে মূল ভিডিওটি সংগ্রহ করে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আনুশকা রায় নামের ভারতীয় এই নারীর মুখমণ্ডলের স্থলে ফারজানা সিথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, অ্যাক্টিভিস্ট ও মডেল ফারজানা সিথির ভিডিও দাবিতে প্রচারিত এই ভিডিওটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img