গত ২৯ অক্টোবর শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, আলোচিত টিকটকার ইয়াসিন আরাফাত অপু ওরফে অপু ভাই মারা গেছেন।
ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১৫ লক্ষাধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টিকটকার ইয়াসিন আরাফাত অপু ওরফে অপু ভাই মারা যাননি বরং, ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই তার মৃত্যুর ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে ভিডিওটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওতে কফিনেরসহ লোক সমাগমের দুইটি ভিন্ন ফুটেজ ব্যবহার করা হয়েছে। ভিডিওগুলোর মূল ঘটনা সম্পর্কে জানা না গেলেও এগুলোর সাথে অপু ভাইয়ের মৃত্যুর দাবির খবরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
দেশিয় মূলধারার গণমাধ্যমগুলোতে অনুসন্ধান করে অপু ভাইয়ের মৃত্যু সংক্রান্ত খবরের সত্যতা পাওয়া যায়নি।
পাশাপাশি, অপু ভাইয়ের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট (opuvai.official) থেকে নিয়মিত ভিডিও পোস্ট করা হচ্ছে। তার মৃত্যু সংক্রান্ত দাবি প্রচারের পরও থেকে এই অ্যাকাউন্ট থেকে বেশকয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। যা প্রমাণ করে যে তিনি জীবিত রয়েছেন।
সুতরাং, আলোচিত টিকটকার অপু ভাইয়ের মৃত্যুর তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Opu vai- Tiktok Account
- Rumor Scanner own analysis.