গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে এখন অবধি অন্তত ৫ জন নিহত হয়েছেন। এরই প্রেক্ষিতে, “গোপালগঞ্জে আরো লাশ” ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিতে হাসপাতালের বেডে তিন ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি গোপালগঞ্জের সহিংসতায় নিহতদের লাশের নয় বরং, এটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ব্যক্তিদের ছবি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন নিউজ পোর্টাল সানবিডি২৪ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ জুলাই “চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত বেড়ে ৩” প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হন। ছবিটি সেই ঘটনায় নিহত ব্যক্তিদের।
পরবর্তীতে, বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৪ সালের ১৬ জুলাই ছবিযুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে বলা হয়, “চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলায় এখন পর্যন্ত তিনজন আন্দোলনকারী নিহত হয়েছে। ছবিতে- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ভাইদের নিথর দেহ পরে আছে।”
একই ঘটনায় সেসময় বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আলোচিত ছবিটি (১, ২) পোস্ট হতে দেখা যায়।
সুতরাং, ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ব্যক্তিদের ছবি গোপালগঞ্জ সংঘর্ষে নিহতদের লাশের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- SunBD24 – চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত বেড়ে ৩
- BNP Media Cell – Facebook Post