সম্প্রতি, ‘ক্রিকেটার না হলে এলাকার পাতি নেতা হতেন মেহেদী’ শীর্ষক মন্তব্যটি জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান আরেক ক্রিকেটার মেহেদী হাসানকে নিয়ে করেছেন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান আরেক ক্রিকেটার মেহেদী হাসানকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Blitz Vision’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ৩০ জানুয়ারি বিকাল ৩ টা ৫৪ মিনিটে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টেও মেহেদী হাসানকে নিয়ে সোহান আলোচিত মন্তব্যটি করেছেন বলে প্রচার করা হয়। তবে, কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে উক্ত পোস্টটির মন্তব্যের ঘর পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি থেকে মন্তব্য করা হয়েছে ‘Just best friends things’।

অর্থাৎ, আলোচিত মন্তব্যটি প্রথমে মজার ছলে প্রচার করা হলেও পরবর্তীতে তা আসল মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান ‘ক্রিকেটার না হলে এলাকার পাতি নেতা হতেন মেহেদী’ শীর্ষক মন্তব্যটি আরেক ক্রিকেটার মেহেদী হাসানকে নিয়ে করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Blitz Vision- Facebook Post