সম্প্রতি, সমন্বয়কদের নাম জড়িয়ে ‘আবাসিক হোটেলে অনৈতিক কাজ, সমন্বয়কসহ আটক ৪’ শীর্ষক শিরোনামে আরটিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আবাসিক হোটেলে অনৈতিক কাজ, সমন্বয়কসহ আটক ৪’ শীর্ষক শিরোনামে আরটিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, আরটিভির গত ০১ মে (২০২৫) প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আরটিভির লোগো এবং এটি প্রকাশের দিন হিসেবে ০১ মে, ২০২৫ তারিখ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ০১ মে ‘আবাসিক হোটেল থেকে অ’নৈ’তিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে…’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে,আলোচিত ফটোকার্ডটিতে ‘নারীসহ আটক ৪’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘সমন্বয়কসহ আটক ৪’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, শিরোনামে ব্যবহৃত ফন্টেও অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আরটিভির ফেসবুকে পেজে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘দিনাজপুর পৌর শহরের এস এম আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।’
সুতরাং, ‘আবাসিক হোটেলে অনৈতিক কাজ, সমন্বয়কসহ আটক ৪’ শীর্ষক শিরোনামে আরটিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rtv । আরটিভি: Facebook Post
- Rtv news: আবাসিক হোটেলে অনৈতিক কাজ, নারীসহ আটক ৪
- Rumor Scanner’s analysis





