সম্প্রতি, একটি টেনিস কোর্টের ছবিকে সৌদি আরবের বাস্তব টেনিস কোর্টের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এরূপ কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টুইটারে একই দাবিতে প্রচারিত কিছু টুইট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবের বাস্তব কোনো টেনিস কোর্টের ছবি নয় এটি বরং একটি টেনিস কোর্টের কনসেপ্ট আর্টের ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আলোচ্য ছবিগুলো moshowpod নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৭ জুলাইয়ের একটি পোস্টে খুঁজে পাওয়া যায়।
পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, norahdesignco নামের অপর এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ব্যবহারকারী ছবিটি তৈরি করেছেন।
সেই পোস্টের সূত্র ধরে, norahdesignco নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, norahdesignco নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ব্যবহারকারী Norah একজন ডিজিটাল আর্টিস্ট।
গত ২৪ জুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো আপলোড করেন তিনি। সেইসাথে পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “ঠিক আল উলা পাহাড়ের বুকে! ভবিষ্যতের চূড়ান্ত টেনিস কোর্টের জন্য আমার সর্বশেষ ধারণার নকশা উপস্থাপন করতে পেরে গর্বিত।”
পাশাপাশি, norahdesignco নামের উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, Norah নামের সেই ডিজিটাল আর্টিস্ট পূর্বেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক কনসেপ্ট আর্টের ছবি আপলোড করেছেন।
অর্থাৎ, উক্ত ছবিটি সৌদি আরবের বাস্তব কোনো টেনিস কোর্টের ছবি নয়।
মূলত, সম্প্রতি একটি টেনিস কোর্টের ছবিকে সৌদি আরবের বাস্তব টেনিস কোর্টের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। Norah নামে একজন ডিজিটাল আর্টিস্ট সৌদি আরবের আল উলা পাহাড়ের বুকে একটি টেনিস কোর্টের কনসেপ্ট আর্টের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। পরবর্তীতে এসব ছবিকে সৌদি আরবের বাস্তব টেনিস কোর্টের ছবি দাবি করে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও কনসেপ্ট আর্টের ছবিকে বাস্তব ছবি দাবি করে ইন্টারনেটে প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, নোরাহ নামের জনৈক ডিজিটাল আর্টিস্টের তৈরিকৃত কনসেপ্ট আর্টের ছবিকে সৌদি আরবের টেনিস কোর্টের বাস্তব ছবি দাবিতে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ন মিথ্যা।
তথ্যসূত্র
- Instagram Account: norahdesignco
- Instagram Account: moshowpod
- Rumor Scanner Own Analysis