ছাত্রদলকে নিষিদ্ধ করতে চেয়ে মন্তব্য করেননি হাসনাত আবদুল্লাহ 

সম্প্রতি ‘’হাসনাতের শপথ “ছাত্রদলকে” নিষিদ্ধ করেই ছাড়বো’’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ছাত্রদলকে নিষিদ্ধ করেই ছাড়বো” শীর্ষক কোনো মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত হাসনাত আবদুল্লাহর জাতীয় ও রাজনৈতিক ইস্যুতে করা মন্তব্যগুলো গণমাধ্যমে প্রকাশ হয়।  

আলোচিত ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর যে ছবি ব্যবহার করা হয়েছে তার বিষয়ে অনুসন্ধানে গত ১২ ফেব্রুয়ারি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলের ওয়েবসাইটে “আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব: হাসনাত” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, হাসনাত অভিযোগ করেন যে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে মানুষের অধিকার লঙ্ঘন করছে এবং অপরাধের বৈধতা তৈরি করেছে। এবং এরই প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও তোলেন তিনি। তবে ছাত্রদলকে নিষিদ্ধ দাবি উল্লেখ করে কোনো মন্তব্য করেননি তিনি।

উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সম্প্রতি সংঘর্ষের ঘটনার পর ‘কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি থেকে ছাত্রদলকে জালিম (অত্যাচারী) না হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত ১৬ বছরে নির্যাতনের কথা ভুলে যাবেন না। চাপাতির রাজনীতি ক্যাম্পাসে আবার রিইনস্টল (পুনরায় প্রতিষ্ঠা) করতে চাইলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারা যাবেন সে পথে।’

সুতরাং, “হাসনাতের শপথ “ছাত্রদলকে” নিষিদ্ধ করেই ছাড়বো” শীর্ষক দাবিটি ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img