সম্প্রতি, “রোমান কলোসিয়াম একটি বাস্তব দাঁতে খোদাই করা হয়েছে।” শীর্ষক শিরোনামে দাঁতের মাঝে খোদাই করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এমন দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি কোন বাস্তব দাঁতের নয় বরং এটি একটি চীনা টুথপেস্ট কোম্পানির বিজ্ঞাপনের জন্য তৈরি করা ডিজিটাল আর্টওয়ার্ক।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, TrendsHunter নামের ওয়েবসাইটে ২০১২ সালের ০২ আগস্টে ‘Maxam Toiletries Presents Cavernous Teeth as Historical Monuments‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, ডিজাইনিং পোর্টফোলিও ভিত্তিক ওয়েবসাইট Behance – এ বিজ্ঞাপনটির একাধিক ছবি এবং থ্রিডি রেন্ডারিং সংস্করণসহ একটি গ্যালারি খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, Adsoftheworld নামের এডভার্টাইজ লিস্টিং ওয়েবসাইটে বিজ্ঞাপনটি নিয়ে প্রকাশিত নিবন্ধ খুঁজে পাওয়া যায়।
মূলত, চাইনীজ বিজ্ঞাপন নির্মাণ সংস্থা ‘JWT Shanghai’ ২০১২ সালে Maxam টুথপেস্টের জন্য “Civilization-Egypt” and “Civilization of Rome” নামের দুইটি বিজ্ঞাপন তৈরি করে যেখানে ডিজিটাল আর্টওয়ার্কের মাধ্যমে মিশরীয় সভ্যতা এবং রোম সভ্যতার নিদর্শনকে দাঁতের উপর খোদাই দেখানো হয়।
আরো পড়ুনঃ এমপি মুরাদকে গণধোলাইয়ের ভিডিও নয় এটি
উল্লেখ্য, উক্ত বিজ্ঞাপনটিকে ২০১৮ সালে লন্ডনে অনুষ্ঠিত একটি ডেন্টাল প্রদর্শনীতেও দেখানো হয়।

সুতরাং, চীনা টুথপেস্ট কোম্পানির বিজ্ঞাপনের জন্য ডিজিটাল পদ্ধতিতে নির্মিত একটি আর্টওয়ার্ককে বর্তমানে বাস্তবিক দাঁতে খোদাই করা ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: রোমান কলোসিয়াম একটি বাস্তব দাঁতে খোদাই করা হয়েছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- TrendsHunter: https://www.trendhunter.com/trends/maxam-toiletries
- Behance: https://www.behance.net/gallery/27969073/Civilization-Egypt-and-Rome
- Adsoftheworld: https://www.adsoftheworld.com/media/print/maxam_civilization_egypt
- Alamy: https://www.alamy.com/london-uk-15th-may-2018-a-chinese-maxam-toothpaste-advert-featuring-the-tagline-dont-let-the-germs-settle-down-an-exhibit-from-teeth-a-new-exhibition-at-the-wellcome-collection-in-london-featuring-over-150-objects-and-opening-on-may-17-photo-date-tuesday-may-15-2018-credit-roger-garfieldalamy-live-news-image185185694.html