সম্প্রতি, বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে টেনশনে আ’লীগ। যেভাবে ক্ষমতা হারাচ্ছে প্রধানমন্ত্রী– শীর্ষক শিরোনামে এবং বাণিজ্য নিষেধাজ্ঞা দিলো আমেরিকা, পদত্যাগ চাইলো জো বাইডেন– শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের ওপর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদত্যাগ চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয়নি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদত্যাগও চাননি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি নিয়ে তৈরি একটি ভিডিও।
ভিডিও যাচাই- ১
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন নিউজ২৪ এর লোগো দেখা যায়।
লোগো’র সূত্র ধরে নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ৬ ডিসেম্বর “পোশাক খাতে যুক্তরাষ্ট্রের নতুন বার্তায় চিন্তার ভাঁজ!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের যেকোনো নিষেধাজ্ঞা থাকলে পণ্য নেওয়া হবে না কিংবা ক্রয়াদেশ বাতিল করা হবে- এমন শর্তে যুক্তরাষ্ট্রের একটি ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশকে একটি ঋণপত্র দিয়েছে।
ভিডিও যাচাই- ২
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল গত ৬ ডিসেম্বর “আগামী ৬ মাস পোশাক শিল্পের জন্য কঠিন সময়: বিজিএমইএ সভাপতি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
প্রতিবেদবে বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসানকে উদ্ধৃত করে বলা হয়, এখন থেকে ৬ মাস পোশাক শিল্পের জন্য কঠিন সময়। তৈরি পোশাক রপ্তানিতে শর্ত জুড়ে দেওয়ার ঘটনা ঘটছে। বায়াররা জানিয়েছেন কোনো কারণে নিষেধাজ্ঞা এনে তারা পণ্য নেবে না।
ভিডিও যাচাই- ৩
আলোচিত ভিডিওটির এই অংশে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে বক্তব্য দিতে দেখা যায়। সেই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে করে রিউমর স্ক্যানার টিম।
অনুসন্ধানে Rumeen’s Voice নামক একটি ইউটিউব চ্যানেলে গত ৭ ডিসেম্বর “বাণিজ্য নিষেধাজ্ঞা..প্রধানমন্ত্রীর আভাস; দেখা যাচ্ছে খারাপ লক্ষণ” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, বিএনপি নেত্রী রুমিন ফারহানা গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ নিয়ে আলোচনা করছেন। পাশাপাশি, আগামীতে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে পারেন বলে মতামত দেন।
অর্থাৎ, এখানেও বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলা হয়নি বরং বিএনপি নেত্রী রুমিন ফারহানা বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে নিজের মতামত দেন এবং মতামতে তিনি বলেন, আগামীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে পারে।
পাশাপাশি, অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার দাবির বিষয়ে সত্যতা পাওয়া যায়নি।
তবে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার ওয়েবসাইটে গত ১৭ নভেম্বর “আমেরিকার নতুন ঘোষণা, শ্রমিক অধিকার হরণ হলে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়া হবে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্র একটি নতুন শ্রম নীতি ঘোষনা করেছে। শ্রম নীতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, বিশ্বজুড়ে যারা শ্রমিক অধিকার হরণ করবে, শ্রমিকদের ভয়ভীতি দেখাবে এবং আক্রমণ করবে তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞাসহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র।
মূলত, বিশ্বব্যাপী শ্রমিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ১৬ নভেম্বর একটি মেমোরেন্ডামে স্বাক্ষর করেছেন। উক্ত বিষয়কে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি সম্বলিত থাম্বনেইলে থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাণিজ্য নিষেধাজ্ঞা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদত্যাগের বিষয়ে প্রচারিত তথ্যগুলো সঠিক নয়। যুক্তরাষ্ট্রের নতুন শ্রম নীতির আওতায় বাংলাদেশকে এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
সুতরাং, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছে জো বাইডেন- শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- News24- পোশাক খাতে যুক্তরাষ্ট্রের নতুন বার্তায় চিন্তার ভাঁজ!
- Jamuna Television- আগামী ৬ মাস পোশাক শিল্পের জন্য কঠিন সময়: বিজিএমইএ সভাপতি
- Rumeen’s Voice- বাণিজ্য নিষেধাজ্ঞা..প্রধানমন্ত্রীর আভাস; দেখা যাচ্ছে খারাপ লক্ষণ
- BBC Bangla- আমেরিকার নতুন ঘোষণা, শ্রমিক অধিকার হরণ হলে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়া হবে
- Rumor Scanner’s Own Analysis