শনিবার, মে 24, 2025

আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের র‌্যালীকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিবাদের ঘটনা দাবিতে প্রচার

সম্প্রতি ‘’জামাতের আস্তানা – জ্বা’লিয়ে দাও, পুড়িয়ে দাও’ ২৫ এপ্রিল, ২৫ | আনোয়ারা, চট্টগ্রাম।’ ক্যাপশনে একটি র‍্যালীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালীর নয় বরং বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ ও দাবি নিয়ে ২০২৪ সালে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লিয়াজোঁ কমিটির আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালীর ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যম চট্টগ্রাম খবরের ওয়েবসাইটে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ‘আনোয়ারায় সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির বিষয়বস্তু ও দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড়ে সমাবেশ শেষে একটি বর্ণ্যাঢ্য র‍্যালী বের করা হয়। মাজার-মসজিদে হামলা, বিভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ে হামলা, মাদ্রাসা দখলের চেষ্টা, জুলাই অভ্যুত্থানে শহীদদের হত্যাকান্ডের তদন্ত ও বিচার, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লিয়াজোঁ কমিটির আয়োজনে এই সম্প্রীতি সমাবেশ ও বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

পরবর্তীতে, একই বিষয়ে চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যম দৈনিক পূর্বকোণ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ‘আনোয়ারায় সম্প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনেও একই দৃশ্যাবলী ও তথ্য পাওয়া যায়। 

সুতরাং, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালীর ভিডিও দাবিতে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লিয়াজোঁ কমিটির সম্প্রীতি সমাবেশ ও র‌্যালীর পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img