নারায়ণগঞ্জে সেভ দ্য চিলড্রেন এর কর্মকর্তা নয়, খুন হয়েছেন কর্মকর্তার পিতা  

সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এর প্রকল্প পরিচালক উৎপল রায়ের গলাকাটা লাশ নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় দাবিতে কতিপয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷ 

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন: বাংলাদেশ সংবাদ সংস্থা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড , সময় টিভি, ঢাকা মেইল, আজকের পত্রিকা, নিউজ২৪, নয়া দিগন্ত, দেশ টিভি, একাত্তর টিভি (ভিডিও), ইনকিলাব, সমকাল, চ্যানেল আই, এনটিভি, সংবাদ, স্বদেশ প্রতিদিন, আমার সংবাদ, বাহান্ন নিউজ, খবরের কাগজ, সময়ের কন্ঠস্বর, বহুমাত্রিক, শেয়ার বিজ, সাম্প্রতিক দেশকাল, জবাবদিহি, আমাদের সময়, Bangla Scoop, লাইভ নারায়ণগঞ্জ, একুশে সংবাদ, ঢাকা জার্নাল। 

উক্ত দাবিতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন: এই মুহূর্তে, এইদিন। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইন্সটাগ্রাম প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

বণিক বার্তা, ডেইলি অবজারভার, বাংলা ট্রিবিউন, আরটিভি, চ্যানেল২৪ ও দেশ রূপান্তর একই দাবিতে সংবাদ প্রকাশ করলেও পরবর্তীতে সেটি সংশোধন করে নেয়।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জে নিহত ব্যক্তি উৎপল রায় সেভ দ্য চিলড্রেন এর প্রকল্প পরিচালক নয় বরং তার সন্তান সেভ দ্য চিলড্রেনে কর্মরত চিকিৎসক। 

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ১১ ফেব্রুয়ারি ‘নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার’ শিরোনামে প্রকাশিত এটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

প্রতিবেদন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ফ্ল্যাট থেকে গত ১০ ফেব্রুয়ারি রাতে উৎপল রায় (৬২) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ৷ নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ প্রথম আলোকে বলেন, ওই ফ্ল্যাটে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনে কর্মরত চিকিৎসক উজ্জ্বল কুমার রায় ও তাঁর বাবা উৎপল রায় ভাড়া থাকতেন। ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ছেলে উজ্জ্বল বাসায় এসে দেখেন, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন, তাঁর বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে।

অর্থাৎ, হত্যার শিকার ব্যক্তি উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনে কর্মরত চিকিৎসক এবং তিনি বেঁচে আছেন৷ 

এছাড়া, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর ফেসবুক পেজে গত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্টে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে একটি সশস্ত্র ডাকাতিতে তাদের একজন কর্মী নিহত হওয়ার দাবি সম্পর্কে তারা অবগত আছে। তারা নিশ্চিত করেছে যে ভুক্তভোগী ব্যক্তি সেভ দ্য চিলড্রেনের জন্য কাজ করেনি৷ 

পরবর্তীতে, মৃত উৎপল রায় তাদের সাবেক কর্মকর্তা ছিলেন কি না জানতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয়, উৎপল রায় আমাদের সাবেক বা বর্তমান কর্মকর্তা ছিলেন না৷ তিনি আমাদের প্রকল্প পরিচালক উজ্জ্বল কুমার রায়ের বাবা৷ 

সুতরাং, নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে উদ্ধারকৃত গলাকাটা মরদেহের উৎপল রায় নামক ব্যক্তি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক শীর্ষক দাবিটি মিথ্যা৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img