সম্প্রতি, কোটা আন্দোলনে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব জীবিত বাড়িতে ফিরেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত জুলাইয়ের কোটা আন্দোলনে রাকিব নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিহত হননি বরং, ভিন্ন ব্যক্তির সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ফেসবুক পেজে গত ০৬ ডিসেম্বর ‘ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও ভোজ অনুষ্ঠানের বিরোধিতা করে কুবিতে সংবাদ সম্মেলন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
২০ মিনিট ০৩ সেকেন্ডের লাইভের প্রথম ১৮ সেকেন্ডে সংবাদ সম্মেলনের সঞ্চালক বক্তব্য দেওয়ার জন্য সঞ্চালক ‘রাশেদুল ইসলাম’ নামে এক ব্যক্তির নাম ঘোষণা করেন। বক্তব্যরত ব্যক্তির বক্তব্যের সাথে আলোচিত ব্যক্তির বক্তব্যের মিল রয়েছে।
অর্থাৎ, বক্তব্যরত ব্যক্তিটি রাকিব নয়, রাশেদুল ইসলাম।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক গণমাধ্যমকর্মী এবং রাশেদুল ইসলামের সাথেও যোগাযোগ করে রিউমর স্ক্যানার।
আজকের পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আতিকুর রহমান তনয় বলেন, বক্তব্যরত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম। যিনি আন্দোলনের সময় আহত হয়েছিলেন। কিন্তু নিহতের দাবিটি মিথ্যা।
দৈনিক জনকণ্ঠের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল হাসান বলেন, রাকিব নামে প্রচারিত ব্যক্তিটির নাম রাশেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন। নিহতের দাবিটি গুজব।
এরপর রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। রাশেদুল ইসলাম বলেন, ‘আন্দোলনের সময় আমি কয়েক দফায় পুলিশ এবং ছাত্রলীগ- আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছি। এর আগেও বিভিন্ন পেজ থেকে প্রচার করা হয়েছে আমি মারা গেছি। গত দু-একদিন ধরে আবার প্রচার করা হচ্ছে আমি ‘রাকিব, নিহত হয়ে বাড়ি ফিরে এসেছি’। পোস্টগুলোতে যে ভিডিও প্রচার করা হচ্ছে সেটি গত ০৬ ডিসেম্বর শুক্রবারের একটি সংবাদ সম্মেলনের।’
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে জুলাইয়ের আন্দোলনে রাকিব নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিহতের তথ্য পাওয়া যায়নি। গণ-অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীই নিহত হন। তার নাম আব্দুল কাইয়ুম।
সুতরাং, ‘কোটা আন্দোলনে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব জীবিত বাড়িতে ফিরেছেন’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Comilla University Press Club- Live Video
- University Journalist’s- Statement
- Rashedul Islam- Statement
- Rumor Scanner’s Own Analysis