সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী দুই বছর উপবৃত্তি বন্ধের গুজব

সম্প্রতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী দুই বছর উপবৃত্তির বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন – এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী দুই বছর উপবৃত্তির বন্ধ ঘোষণার দাবিটি সঠিক নয় বরং, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এটিকে অপপ্রচার হিসেবে চিহ্নিত করা হয়েছে।।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে দাবির সত্যতা যাচাইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. নাছিমা বেগমের যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এটা অপপ্রচার। আমরা উপবৃত্তি নিয়ে কাজ করতেছি। ডিসেম্বরে আবার উপবৃত্তি দিব। সেই অনুযায়ী কাজ করতেছি।

সুতরাং, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী দুই বছর উপবৃত্তির বন্ধ ঘোষণা করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • ওয়েবসাইট: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • স্টেটমেন্ট: ড. নাছিমা বেগম, উপবৃত্তি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব), প্রাথমিক শিক্ষা অদিদপ্তর
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img