কোটা আন্দোলনে নিহত আবু সাঈদকে সেনাবাহিনী বীরশ্রেষ্ঠের স্বীকৃতি দেয়নি

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে বাংলাদেশ সেনাবাহিনী বীরশ্রেষ্ঠ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

আবু সাঈদ

ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোটা আন্দোলনে নিহত আবু সাঈদকে বাংলাদেশ সেনাবাহিনী বীরশ্রেষ্ঠ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা দেয়নি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে অন্তত গত ০৬ আগস্ট থেকে প্রচারিত হয়ে আসতে দেখেছে রিউমর স্ক্যানার। এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট, ফেসবুক পেজ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আবু সাঈদকে বাংলাদেশ সেনাবাহিনী বীরশ্রেষ্ঠ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। গণমাধ্যমেও আবু সাঈদকে বাংলাদেশ সেনাবাহিনী বীরশ্রেষ্ঠ স্বীকৃতি দিয়েছেন শীর্ষক তথ্যে কোনো সংবাদ পাওয়া যায়নি।

তবে, দৈনিক কালবেলার ওয়েবসাইটে গত ০৭ আগস্ট প্রকাশিত ‘আবু সাঈদকে জাতীয় বীরের মর্যাদা চায় পরিবার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আবু সাঈদকে জাতীয় বীরের মর্যাদা চান তার পরিবার। 

উল্লেখ্য, সেনাবাহিনী কর্তৃক নিহত আবু সাঈদের কবরে রাষ্ট্রীয় সম্মান জানানোর দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে পূর্বে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যনার।

সুতরাং, আবু সাঈদকে বাংলাদেশ সেনাবাহিনী বীরশ্রেষ্ঠের স্বীকৃতি প্রদান করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img