কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কবরে সেনাবাহিনী রাষ্ট্রীয় সম্মান জানাচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সেনাবাহিনী কর্তৃক নিহত আবু সাঈদের কবরে রাষ্ট্রীয় সম্মান জানানোর ভিডিও নয়। আবু সাঈদ গত ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন। তবে আলোচ্য ভিডিওটি অন্তত ১১ জুলাই থেকে অনলাইনে বিদ্যমান। ভিডিওতে থাকা কবরটি আবু সাঈদের কবরের সাথেও মিলে না।
এছাড়া আবু সাঈদের পরিবার দৈনিক কালবেলাকে জানায়, আবু সাঈদের কবরে সেনাসদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ঘটনা সত্য নয়। তবে তারা আবু সাঈদকে জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন।
সুতরাং, আবু সাঈদের কবরে সেনাবাহিনী রাষ্ট্রীয় সম্মান জানাচ্ছে দাবিতে তার মৃত্যুরও আগের একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।