বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে ০২ আগস্টের বিক্ষোভ মিছিলে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ০২ আগস্ট সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় এক শিশু গুলিবিদ্ধ হলেও নিহতের দাবিটি সঠিক নয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, সিলেটের সহিংসতায় শফিক আলী (১২) নামে এক শিশু গুলিবিদ্ধ হলেও ছেলেটি বেঁচে আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সুতরাং, সিলেটে ০২ আগস্টের সহিংসতায় গুলিবিদ্ধ হওয়া শিশু মারা গেছেন সংক্রান্ত দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- সমকাল: মারা যায়নি সিলেটে গুলিবিদ্ধ শিশু
- প্রথম আলো: গুলিবিদ্ধ শিশুটি ব্যথায় কাতরাচ্ছে আর বলছে, ‘বেদনা করতাছে’
- Jagonews24: সিলেটে শিশু মৃত্যুর বিষয়টি ‘গুজব’, সাংবাদিক গুলিবিদ্ধ
- Rumor Scanner’s Own Analysis