গত জুলাই মাসের শুরু থেকেই দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে শুরু করে। পরবর্তীতে আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার করা এক মন্তব্য এবং পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় তা ব্যাপকতা লাভ করে এবং পরবর্তীতে দেশব্যাপী হামলা, সংঘর্ষ ও সহিংসতায় বহু মানুষ প্রাণ হারান। যা শেষ মুহুর্তে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স ফেসবুক পোস্ট করেছে দাবিতে একটি তথ্য সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে মার্কিন ক্রিকেটার অ্যারন জোন্স ফেসবুকে কোনো পোস্ট করেননি।
অনুসন্ধানে, অ্যারন জোন্সের ব্যক্তিগত কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ভেরিফায়েড পেজের সন্ধান পাওয়া যায়নি। পাশাপাশি আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে অথবা অ্যারন জোন্সের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত, অ্যারন জোন্সের নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক আইডির করা পোস্টটিকে তার আসল পোস্ট দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স ফেসবুকে পোস্ট করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।