চিলির সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

গত জুনে চিলিতে বন্যার ঘটনায় বাংলাদেশের কতিপয় গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি ব্যবহার করা হয়েছে।

উক্ত ছবি ব্যবহার করে চিলিতে বন্যার ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি বাংলাদেশ, আপনজন পত্রিকা। 

একই দাবিতে ফেসবুকের একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৫ সালে চিলির বন্যার সময়কার দৃশ্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম Wall Street Journal এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২৬ মার্চ ‘Chile Declares State of Emergency in Rain-Hit North’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Wall Street Journal

প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ২০১৫ সালের ২৫ মার্চ চিলির বন্যার দৃশ্য। 

এই প্রতিবেদনে উক্ত ছবিটির মূল সোর্স হিসেবে European Pressphoto Agency এর নাম উল্লেখ পাওয়া যায়।

পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে  European Pressphoto Agency এর ওয়েবসাইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: European Pressphoto Agency

উক্ত ছবির বিস্তারিত বিবরণী থেকেও চিলির বন্যার বিষয়ে একই তথ্য জানা যায়।

Screenshot Comparison by Rumor Scanner

অর্থাৎ, চিলিতে বন্যার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আট বছরেরও বেশি পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে ছবিটি সংগৃহীত বলে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে সংগৃহীত উল্লেখ করায় স্বাভাবিকভাবেই ছবিটি চিলির সাম্প্রতিক বন্যার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়। 

মূলত, গত জুনে চিলিতে বন্যার ঘটনায় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি প্রচারের প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ২০১৫ সালের ২৫ মার্চ চিলিতে বন্যায় নদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ার সময়ের ছবি। গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিটির ক্যাপশনে পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য না দেওয়ায় ছবিটি সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে। 

উল্লেখ্য, পূর্বে কঙ্গোতে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি ব্যবহার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, চিলিতে সাম্প্রতিক সময়ে বন্যার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আট বছরের বেশি পূর্বের ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img