বাংলাভিশনের ফটোকার্ড নকল করে ঢাকায় বসবাসরত বরিশালবাসীর নামে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, ‘রাজধানীর ভালোমানের আবাসনে থাকে বরিশালের ৮৭ শতাংশ মানুষ’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বরিশালবাসীর

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বরিশালের ৮৭ শতাংশ মানুষ রাজধানীর ভালোমানের আবাসনে থাকেন শীর্ষক শিরোনাম  সম্বলিত আলোচিত ফটোকার্ডটি বাংলাভিশন প্রকাশ করেনি বরং ‘রাজধানীর বস্তিতে থাকা ১৩ শতাংশ মানুষ বরিশালের’ শীর্ষক শিরোনামে বাংলাভিশনের প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন এর লোগো রয়েছে এবং ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ ২৪ মার্চ, ২০২৪ উল্লেখ রয়েছে।

পরবর্তীতে এসব তথ্যের সূত্র ধরে বাংলাভিশনের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৪ মার্চ তারিখে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও বাংলাভিশনের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে বাংলা ভিশনের ফেসবুক পেজে গত ২৪ মার্চ  ‘রাজধানীর বস্তিতে থাকা ১৩ শতাংশ মানুষ বরিশালের’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের শিরোনাম ও ছবি ব্যবহৃত গ্রাফিক্যাল ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির গ্রাফিক্যাল ডিজাইনের মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর তথ্য মতে ঢাকা শহরের বস্তিতে বসবাসকারী প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষই বরিশালের। গত ২৪ মার্চ বিবিএস এর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

Screenshot: bvnews24

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডের বিষয়ে বাংলাভিশনের ভেরিফাইড ফেসবুক পেজেগতকাল ২৬ মার্চ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, বাংলাভিশনের নামে ফেসবুকে ছড়িয়ে পড়া এই ছবিটি ভুয়া। সঠিক ও নির্ভুল তথ্য পেতে লাইক দিন বাংলাভিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে।

Screenshot: Facebook 

উক্ত পোস্টে একটি ফটোকার্ডের মাধ্যমে বাংলাভিশনের পক্ষ থেকে ‘রাজধানীর ভালোমানের আবাসনে থাকে বরিশালের ৮৭ শতাংশ মানুষ’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটিকে ভুয়া দাবি করে তার পাশে ‘রাজধানীর বস্তিতে থাকা ১৩ শতাংশ মানুষ বরিশালের’ শীর্ষক শিরোনামে প্রচারিত তাদের আসল ফটোকার্ডটির তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়। 

পরবর্তীতে বরিশালের ৮৭ শতাংশ মানুষ রাজধানীর ভালো মানের আবাসনে বসবাস করেন দাবিতে প্রচারিত তথ্যটি যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও অন্য কোনো গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

মূলত, সম্প্রতি ঢাকায় বস্তিতে থাকা মানুষের পরিসংখ্যান জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’ (বিবিএস)। তাদের এই পরিসংখ্যান মতে, ঢাকা শহরের বস্তিতে বসবাসকারী প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষই বরিশালের। উক্ত বিষয়টি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ‘রাজধানীর বস্তিতে থাকা ১৩ শতাংশ মানুষ বরিশালের’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড ও প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তীতে উক্ত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এর শিরোনাম পরিবর্তন করে ‘রাজধানীর ভালোমানের আবাসনে থাকে বরিশালের ৮৭ শতাংশ মানুষ’ শীর্ষক শিরোনামে ফেসবুকে প্রচার করা হয়। ফটোকার্ডের মূলত কবে থেকে এভাবে লেখা হয়?)

সুতরাং, ‘রাজধানীর ভালোমানের আবাসনে থাকে বরিশালের ৮৭ শতাংশ মানুষ’ শীর্ষক শিরোনামে বাংলাভিশনের লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img