সম্প্রতি, ‘ইউনিসেফ স্কুল-এ নিয়োগ (শিশু-শিক্ষা প্রকল্প-২০২৪)’ শীর্ষক শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন বিজ্ঞপ্তি দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইউনিসেফ বাংলাদেশে ‘শিশু-শিক্ষা প্রকল্প ২০২৪’ নামে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বরং, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ফেসবুকে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার “শিক্ষা অধিদপ্তর” কর্তৃক অনুমদিত সাপেক্ষ দাতা সংস্থা জাইকা, লন্ডন, আমেরিকা ও ইউনিসেফ গন শিক্ষা প্রকল্প হাউজ নং-৬৫, আগারগাঁও এর যৌথ উদ্যেগে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আবারও নতুন করে কার্যক্রম শুরু করছে। ইউনিসেফ (গন শিক্ষা প্রকল্প) কার্যক্রমটি দুস্থ, গরিব, অসহায় শিশুদের সাড়া দেশ ব্যাপী স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে আসছে। ইউনিসেফ ১৯৪৬ সাল থেকে বিশ্বের বিভিন দেশে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করে আসছে। ইউনিসেফ নিম্নোক্ত শূণ্যপদে বাংলাদেশের সকল জেলা/থানা/ ইউনিয়নের প্রকৃত নাগরিক পুরুষ, মহিলাগনের নিকট থেকে ১৫ বছর স্থায়ী ভাবে মানবতার কল্যানে কাজ করার। লক্ষ্যে লোকে নিকট হতে নিম্নলিখিত শর্তানুযায়ী অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
আগ্রহী প্রার্থীদের ১৪ অক্টোবর ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন পত্র সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, পদ ও মোবাইল নম্বর উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত/ CV-এই- ([email protected]) ই-মেইল এ পাঠাতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল এড্রেসটি ([email protected]) লক্ষ্য করলে দেখা যায়, এটি ইউনিসেফের প্রাতিষ্ঠানিক ইমেইল নয়, বরং এটি একটি জিমেইল অ্যাকাউন্ট; যা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে সন্দেহ তৈরি করে।
পরবর্তীতে ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি যাচাই করে দেখা যায় এটি এমন [email protected]।
অর্থাৎ প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি ইউনিসেফের অফিশিয়াল ইমেইল ঠিকানা নয়।
এছাড়া ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে ‘ইইউনিসেফ স্কুল-এ নিয়োগ (শিশু-শিক্ষা প্রকল্প-২০২৪)’’ শীর্ষক কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে ইউনিসেফের মূল ওয়েবসাইটের জব সেকশনে গিয়ে এমন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ভ্যারিফাইড ফেসবুক পেজে গত ৫ মে “চাকরির প্রতারণা থেকে সাবধান” শীর্ষক শিরোনামে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে ইউনিসেফ জানায়, ইউনিসেফ কখনই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকারের অর্থ গ্রহণ করে না। চাকরির জন্য ইউনিসেফের গ্লোবাল ক্যারিয়ার ওয়েবসাইট এবং পরিচিত সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া কিংবা ইমেইলের মাধ্যমে কখনই সিভি গ্রহণ করা হয় না। তাই চাকরির জন্য অ্যাপ্লাই করার আগে ভালো করে যাচাই করে অ্যাপ্লাই করার কথা বলা হয়। এ নিয়ে কোন সন্দেহ থাকলে [email protected] শীর্ষক ইমেইলে যোগাযোগ করতে বলা হয়।
উল্লেখ্য, জাতিসংঘের উক্ত সংস্থাটির নাম দিয়ে এমন নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হয়ে আসছে। পূর্বেও ‘ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ দাবিতে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, সম্প্রতি ইন্টারনেটে ‘ইউনিসেফ স্কুল-এ নিয়োগ (শিশু-শিক্ষা প্রকল্প-২০২৪)’ শীর্ষক শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভু্ুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- UNICEF Bangladesh: Official Website
- UNICEF: Job
- UNICEF Bangladesh: Facebook Post
- Rumor Scanner’s Own Analysis