নয়া দিগন্তকে জড়িয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

সম্প্রতি, ‘২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’র লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে উল্লেখ করা হয়, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল,শেরপুর -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩৫ বছরের মাঝে হতে হবে এবং সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়মাবলীতে উল্লেখ করা হয়েছে,

১, আগ্রহী প্রার্থীগন আগামী ০১ অক্টোবর ২০২৪ ইং সকাল ১১ টা’র মধ্যে। এবং যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন। 

২, পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে [email protected] মেইল করতে হবে।

৩, উল্লেখিত তারিখ এবং সময়ের পর আর কোনো আবেদন গ্ৰহন করা হবে না।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন  এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নয়া দিগন্তের লোগো সম্বলিত প্রচারিত শেরপুর জেলা সদর হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিটি নয়া দিগন্ত বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শেরপুর জেলা সদর হাসপাতালের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে শুরুতেই কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় হিসেবে গত সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ উল্লেখ রয়েছে এবং ছবির উপরে ‘প্রথম আলো’র লোগো যুক্ত আছে।

Image: Facebook 

এছাড়া, যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন উল্লেখ করে, উক্ত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদের ০১ অক্টোবর ২০২৪ ইং সকাল ১১ টার মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে [email protected] মেইল করতে বলা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘নয়া দিগন্ত’র প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত নয়া দিগন্তের প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।

এমনকি, শেরপুর জেলা হাসপাতালের সরকারি ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির হদিস মেলেনি।

তবে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইন ভিত্তিক গণমাধ্যম Dhaka Post-এর ওয়েবসাইটে গত ১ অক্টোবর শেরপুর জেলা সদর হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে ভাইরাল শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Dhaka Post

প্রতিবেদনটিতে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল শেরপুরের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিয়ার বরাত দিয়ে জানানো হয় আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। এর সাথে শেরপুর জেলা সদর হাসপাতালের কোনো সম্পর্ক নেই। এছাড়াও হাসপাতালের তত্ত্বাবধায়ক গণমাধ্যমটিকে জানান, তারা ভুয়া এই বিজ্ঞপ্তিটির বিষয়ে শেরপুরের পুলিশ সুপারকে জানাবেন।

সুতরাং, ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দাবিতে নয়া দিগন্ত’র লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img