স্বপ্ন সুপারশপে নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, স্বপ্ন সুপারশপের সেলসম্যান, সহকারী সুপারভাইজার/ সহকারী ম্যানেজার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

স্বপ্ন

ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে স্বপ্ন সুপারশপের সেলসম্যান, সহকারী সুপারভাইজার/ সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বরং প্রতারণার উদ্দেশ্যে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতেই আলোচিত পোস্টটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। উক্ত খুদে পোস্টে দেখা যায়, আগ্রহী প্রার্থীদের 01400323179 হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে বলা হয়। 

কিন্তু স্বপ্ন সুপারশপের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যমতে, স্বপ্ন সুপারশপের অফিসিয়াল যোগাযোগের নম্বর হলো 16469. 

Source: SWAPNO Website

স্বপ্ন এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কি না এ বিষয়ে অনুসন্ধানে স্বপ্ন সুপারশপের মালিক প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেড এর লিংকডইন অ্যাকাউন্টে চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। 

Collage Image By Rumor Scanner

এসিআই লজিস্টিকস লিমিটেডের লিঙ্কড ইন প্রোফাইলে দেখা যায়, সম্প্রতি স্বপ্ন সুপারশপে নিয়োগের জন্য দুইটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। একটি অপারেশনাল অডিট টিমের জোনাল ম্যানেজার এবং অপরটি ম্যানেজার পদে। কিন্তু, সেলসম্যান, সহকারী ম্যানেজার/ সহকারী সুপারভাইজার পদে স্বপ্ন সম্প্রতি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

অনুসন্ধানে, স্বপ্ন সুপারশপের ফেসবুক গ্রুপ SWAPNO Help Center সহকারী সুপারভাইজার পদে নিয়োগ বিষয়ক একটি পোস্ট(আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টের কমেন্ট সেকশনে স্বপ্ন জানায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক নয়, স্বপ্ন এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। সেইসাথে ভুয়া চাকরির প্রলোভন থেকে সতর্ক থাকতেও অনুরোধ জানায় প্রতিষ্ঠানটি।

Source: SWAPNO Help Center

পরবর্তীতে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরে চাকুরিপ্রার্থী হিসেবে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিমের একজন সদস্য। প্রথমে চাকুরি প্রার্থীর কাছে জীবনবৃত্তান্ত চান তথাকথিত চাকুরিদাতা। পরবর্তীতে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে স্বপ্ন সুপার শপের সতর্কীকরণ মন্তব্যটি কথিত চাকুরিদাতাকে পাঠালে তিনি আর কোনো উত্তর দেননি।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নম্বরে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি রিউমর স্ক্যানার টিম। 

মূলত, সম্প্রতি এসিআই লজিস্টিকস লিমিটেডের প্রতিষ্ঠান স্বপ্ন সুপারশপে সেলসম্যান ও সহকারী ম্যানেজার/ সহকারী সুপারভাইজার পদে নিয়োগের নামে একটি বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে স্বপ্ন এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। স্বপ্নের পক্ষ থেকেই বিজ্ঞপ্তিটি ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

অর্থাৎ, স্বপ্ন সুপারশপে সেলসম্যান ও সহকারী সুপারভাইজার/ সহকারী ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img