সম্প্রতি, মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান ‘Crazy Time’ নামের কথিত জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাকিব আল হাসান ‘Crazy Time’ নামের কোনো জুয়ার অ্যাপের প্রচারণা করেননি বরং তার ফেসবুক পেজে আপলোড কৃত নগদ ও ইয়ামাহার পৃথক দুইটি প্রচারণামূলক ভিডিওর খণ্ডাংশের সাথে ভিন্ন অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওটিতে ব্যবহৃত সাকিব আল হাসানের প্রথম ভিডিওর কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের Shakib Al Hasan এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৩ সালের ৮ জুন ‘নগদ’ কর্মী নিয়োগের ক্ষেত্রে এখন থেকে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেবে। শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর শুরুতে ব্যবহৃত সাকিব আল হাসানের ফুটেজের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে।

এছাড়াও ভিডিওটি থেকে জানা যায়, মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদ কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন এক নীতি গ্রহণ করেছে যার প্রেক্ষিতে মূলত এই ভিডিওটি প্রচার করা হয়েছে। সেটি হল, কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিতে শিক্ষাগত যোগ্যতার চাইতে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।ভিডিওটিতে এ বিষয়েই ক্রিকেটার সাকিব আল হাসানকে নগদ-এর ম্যানজিং ডিরেক্টর তানভীর এ মিশুকের সাথে বিভিন্ন কথা বলতে দেখা যায়। এটি সাকিব আল হাসানের করা একটি বিজ্ঞাপনমূলক ভিডিও।
এই ভিডিও কোথাও সাকিব আল হাসানকে কোনো জুয়ার অ্যাপ নিয়ে কথা বলতে দেখা যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটিতে ব্যবহৃত সাকিব আল হাসানের দ্বিতীয় ক্লিপটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Shakib Al Hasan এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩ মার্চ Yamaha Motorcycles Bangladesh – ACI Motors Ltd., The first Social Media Platform from the Automobile Industry of our country to hit 3 million followers on Facebook! শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে আলোচিত ভিডিওর দ্বিতীয় ক্লিপটির সাথে হুবহু মিল পাওয়া যায়। পাশাপাশি জানা যায়, ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের ফেসবুক পেজে ৩ মিলিয়ন ফলোয়ার পূরণ হওয়া উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে তিনি উক্ত ভিডিওটি তার ফেসবুক পেজে প্রচার করেন। যা আসলে ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের একটি প্রচারণামূলক ভিডিও।

অর্থাৎ, ভিন্ন ভিন্ন দুটি ভিডিও থেকে কিছু ক্লিপ সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সাকিব আল হাসানের কন্ঠস্বরের পরিবর্তে তাতে নকল কন্ঠস্বর বসিয়ে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা গেল
আলোচিত জুয়ার বিজ্ঞাপন প্রচারকারি ‘জয় করার সময়’ নামের পেজটি (আর্কাইভ) পর্যালোচনা করে পেজটিতে কোনো প্রকারর জুয়ার প্রচারণামূলক পোস্ট পাওয়া যায় নি। পরবর্তীতে পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, পেজটি বাংলাদেশ, ফিলিপাইন এবং ভিয়েতনাম থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি আরও জানা যায়, উক্ত পেজটি ২০২২ সালের ২৪ জুলাই তৈরি করা হয়েছে এবং এ পর্যন্ত পেজটির নাম একবার পরিবর্তন করা হয়েছে।
মূলত, ২০২৩ সালে মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদ এবং ২০২২ সালে ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশ নিয়ে ক্রিকেটার সাকিব আল হাসান তার ফেসবুক পেজে দুইটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেন। সম্প্রতি উক্ত ভিডিওগুলো যুক্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেগুলোতে সাকিবের কণ্ঠস্বরের পরিবর্তে নকল কণ্ঠস্বর বসিয়ে সাকিব আল হাসান Crazy Time নামক জুয়ার বিজ্ঞাপনের প্রচারণায় অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে। প্রকৃতপক্ষে, সাকিব এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণা করেননি।
সুতরাং, সাকিব আল হাসান ‘Crazy Time’ নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Shakib Al Hasan Facebook Page: ‘নগদ’ কর্মী নিয়োগের ক্ষেত্রে এখন থেকে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেবে।
- Shakib Al Hasan Facebook Page: Yamaha Motorcycles Bangladesh – ACI Motors Ltd., The first Social Media Platform from the Automobile Industry of our country to hit 3 million followers on Facebook
- Rumor Scanner’s Own Analysis