‘এক মাসে হ্যান্ডেলিং কমেছে চারগুণ’ শীর্ষক শিরোনামে প্রচারিত সংবাদ প্রতিবেদনের ছবিটি এডিটেড

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর গত ১১ এপ্রিল পালিত হয় মুসলিম জনগোষ্ঠীর বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ইসলাম ধর্ম মতে, সিয়াম সাধনার এই রমজান হল সংযমের মাস। গরিবের কষ্ট অনুভব করার জন্যে খাওয়া-দাওয়ায় সংযত থাকার পাশাপাশি সকল প্রকার অন্যায় এবং খারাপ কাজ থেকেও এই মাসে নিজেদের সংযত রাখার রেওয়াজ চালু আছে মুসলমানদের মাঝে। এর প্রেক্ষিতে সম্প্রতি, রমজান মাসের কারণে গত একমাসে হস্তমৈথুন করার হার চারগুণ কমেছে দাবিতে ‘এক মাসে হ্যান্ডেলিং কমেছে চারগুণ’ শীর্ষক শিরোনামে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘এক মাসে হ্যান্ডেলিং কমেছে চারগুণ’ শীর্ষক শিরোনামে কোনো সংবাদপত্র কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। বরং জাতীয় দৈনিক পত্রিকা ইত্তেফাকে ২০১৯ সালে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি নিয়ে ‘এক যুগে হ্যান্ডলিং বেড়েছে চারগুণ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত সংবাদের ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদনের ছবিটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে প্রতিবেদনটির শিরোনামের উপরে ‘চট্টগ্রাম বন্দর’ লেখা দেখা যায়। এছাড়াও প্রতিবেদকের নামের স্থানে শাহরিয়ার এবং চট্টগ্রাম ব্যুরো লেখাটি দেখতে পাওয়া যায়। পাশাপাশি প্রতিবেদনের শুরুর দিকে লক্ষ্য করে ‘এক যুগে চট্টগ্রাম বন্দরের পণ্য তথা কনটেইনার হ্যান্ডলিং চারগুণ বেড়েছে’ লেখাটি দেখতে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০১৯ সালের ১১ অক্টোবর চট্টগ্রাম বন্দর: এক যুগে হ্যান্ডলিং বেড়েছে চারগুণ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Jugantor

প্রতিবেদনটি পর্যলোচনা করে এর প্রতিবেদকের নামের স্থানে ‘শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম ব্যুরো’ লেখাটি দেখতে পাওয়া যায়। যার সাথে আলোচিত প্রতিবেদনের প্রতিবেদকের নামের মিল রয়েছে। এছাড়াও প্রতিবেদনটির ইন্ট্রো পর্যালোচনা করে ‘এক যুগে চট্টগ্রাম বন্দরের সার্বিক পণ্য তথা কনটেইনার হ্যান্ডলিং অন্তত চারগুণ বেড়েছে।’ শীর্ষক লাইনটি খুঁজে পাওয়া যায়।

Article Comparison by Rumor Scanner 

পরবর্তীতে  ২০১৯ সালের ২২ অক্টোবর প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকার ই-পেপার অনুসন্ধান করে এর ২০ নাম্বার পাতায় ‘এক যুগে হ্যান্ডলিং বেড়েছে চারগুণ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Jugantor E-Paper

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনের সাথে আলোচিত প্রতিবেদনের শিরোনামের অমিল  অসাঞ্জ্যত ব্যতীত বাকি অংশের হুবহু মিল রয়েছে। 

Article Comparison by Rumor Scanner 

প্রতিবেদনটি থেকে জানা যায়, বেসরকারি অপারেটরদের হাতে হ্যান্ডলিং কার্যক্রম ছেড়ে দেয়া, বন্দরের টার্মিনাল ও জেটি বৃদ্ধিসহ নানা পদক্ষেপের কারণে এক যুগে চট্টগ্রাম বন্দারের সার্বিক পণ্য তথা কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে চারগুণ। ২০০৬ সালে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৮ লাখ ৭৬ হাজার ১৮৬ টিইইউএস (টুয়েন্টি ফিট ইক্যুভেলেন্ট ইউনিটস বা ২০ ফুট সমমান)। এক যুগ পর ২০১৮ সালে এসে তা প্রায় চারগুণ বেড়ে ৩০ লাখ টিইইউএসে উন্নীত হয়।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায়  উক্ত প্রতিবেদনটির শিরোনাম এডিট বা সম্পাদনা করে আলোচিত সংবাদের ছবিটি তৈরি করা হয়েছে।

মূলত, গত ১১ এপ্রিল পালিত হয় মুসলিম জনগোষ্ঠীর বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এর আগে দীর্ঘ একমাস রমজান পালন করে মুসলিমরা। সংযমের এই মাসে পানাহারে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সকল প্রকার মন্দ কাজ থেকে নিজেদের সংযত রাখার রীতি চালু আছে মুসলমান সমাজে। যার প্রেক্ষিতে সম্প্রতি, রমজান মাসের জন্যে গত একমাসে হস্তমৈথুন করার হার চারগুণ কমেছে দাবিতে ‘এক মাসে হ্যান্ডেলিং কমেছে চারগুণ’ শীর্ষক শিরোনামে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোটিত শিরোনামে কোনো সংবাদপত্র কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, দৈনিক ইত্তেফাক-এ ২০১৯ সালে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং নিয়ে ‘এক যুগে হ্যান্ডলিং বেড়েছে চারগুণ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং,‘এক মাসে হ্যান্ডেলিং কমেছে চারগুণ’ শীর্ষক শিরোনামে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img