মোশাররফ করিম বিএনপির হয়ে প্রচারণা চালাচ্ছেন দাবিতে এডিটেড ছবি প্রচার

সম্প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচনের মাঠে অভিনেতা মোশাররফ করিম বিএনপির হয়ে প্রচারণা চালাচ্ছেন শীর্ষক দাবিতে ফুলের মালা গলায় দিয়ে তারেক রহমানের ছবি হাতে মোশাররফ করিমের একটি ছবি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির একটি ভিডিওই দেখা হয়েছে প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭০০ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৪৪ হাজার ১৫ টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১ হাজার ২৮৫ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমানের নির্দেশে নির্বাচনের মাঠে মোশাররফ করিমের বিএনপি’র হয়ে প্রচারণা চালানোর আলোচিত দাবিটি সঠিক নয়। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও বাস্তব নয়। প্রকৃতপক্ষে, মোশাররফ করিমের জন্মদিনে তাকে ভক্তদের উপহার দেওয়া একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তাতে তারেক রহমানের ছবি যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।  

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে মোশাররফ করিমের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারিতে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

পোস্টটির শিরোনামে তিনি লিখেছেন,  ‘সকল ফ্যানদের এক করার উদ্দেশ্যে Mosharraf Karim Official Fans Club গ্রুপ খোলা হয়েছে । সবাই গ্রুপে জয়েন করুন । ( এডমিন )’

পোস্টে ব্যবহৃত ছবিগুলোতে তার স্ত্রী রোবেনা রেজা জুঁই এবং তাকে বেশ কয়েকজন ভক্তের সাথে দেখতে পাওয়া যায়। এছাড়াও তার গায়ে আলোচিত পোস্টটিতে পরিহিত শার্ট এবং গলায় একই মালা দেখা যায়। পাশাপাশি পোস্টে ব্যবহৃত একটি ছবিতে তাকে ভক্তদের পক্ষ থেকে তাকে একটি উপহার দিতে দেখা যায়। মূলত লেজার মেশিনের সহায়তায় তার-ই একটি ছবি যা কাঠের ওপর তৈরি করে সেটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়। যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির বেশ মিল রয়েছে।

তাই পরবর্তীতে মূল ছবিটির সন্ধানে তার পেজটি আরও পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে ২০১৭ সালের ১৪ অক্টোবর তার পেজে করা একটি পোস্টে মূল ছবিটির সন্ধান পাওয়া যায়।

Screenshot: Facebook

ছবিটিতে তার হাতে ভক্তদের পক্ষ থেকে দেওয়া তার-ই সেই ছবিটি দেখতে পাওয়া যায়। যার ডান পাশে উপরে ইটালিক হরফে happy birthday লেখা দেখতে পাওয়া যায়।

Photo Comparison by Rumor Scanner 

পরবর্তীতে ছবিটি বিষয়ে আরও জানতে তার পেজটি পর্যালোচনার মাধ্যমে ২০১৭ সালের ২২ আগস্ট ডাই হার্ড ভক্তদের সাথে জন্মদিন পালন করলেন মোশাররফ করিম । Organizer : Mosharraf Karim Official Fans Club শীর্ষক শিরোনামে প্রচারিত একটি একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি ‍মূলত বেসরকারি টেলিভিশন চ্যানেল Boishakhi TV এর একটি প্রতিবেদন। ভক্তদের সাথে মোশাররফ করিমের  জন্মদিন উদযাপন করার বিষয়টি নিয়েই প্রতিবেদনটি করা হয়েছে। মোশাররফ করিমের ভক্তদের ফেসবুক গ্রুপ Mosharraf Karim Official Fans Club এর সদস্যদের উদ্যেগে উত্তরার একটি রেস্তোয় এই আয়োজনটি করা হয়। উক্ত অনুষ্ঠানে মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁইকে উপস্থিত থেকে ভক্তদের সাথে জন্মদিনের কেক কাটতে এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। পাশাপাশি প্রতিবেদনটির এক পর্যায়ে ভক্তদের পক্ষ থেকে তাকে ওই ছবিটি উপহার দিতেও দেখা যায়।

অর্থাৎ, মোশাররফ করিমের জন্মদিনে ভক্তদের কাছ থেকে পাওয়া তারই ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তাতে তারেক রহমানের ছবি যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে মোশাররফ করিমকে বিএনপি’র কোনো প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছেন  কিনা জানতে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড মাধ্যমে অনুসন্ধান করেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

মূলত, ২০১৭ সালে অভিনেতা মোশাররফ করিম তার ফেসবুক ফ্যান ক্লাবের সদস্যদের সাথে রাজধানী উত্তরার একটি রেস্তোরায় তার জন্মদিন উদযাপন করেন। সেসময় ভক্তদের পক্ষ থেকে তাকে তারই একটি ছবি উপহার হিসেবে দেওয়া হয়। উক্ত দিনের একাধিক ছবি বিভিন্ন সময় মোশাররফ করিম তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করেন। সম্প্রতি, তখনকার উপহার হাতে নিয়ে তোলা তার একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তার হাতে তারেক রহমানের ছবি বসিয়ে দাবি করা হচ্ছে, মোশাররফ করিম তারেক রহমানের নির্দেশে বিএনপি’র হয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রকৃতপক্ষে, মোশাররফ করিমকে বিএনপি’র কোনো প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়নি।

সুতরাং, তারেক রহমানের নির্দেশে নির্বাচনের মাঠে মোশাররফ করিম বিএনপি’র হয়ে প্রচারণা চালাচ্ছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি  এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img