সম্প্রতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতা-কর্মী বহিষ্কারের বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তি দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উক্ত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে ‘ইসলামপন্থী’, ‘শৃঙ্খলা পন্থী’ এবং ‘নিজেদেরকে মুসলিম দাবি করা হয়’ শীর্ষক বিশেষণ উল্লেখ করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত এই বিজ্ঞপ্তিটি এডিটেড এবং ছাত্রলীগ তাদের নেতা-কর্মী বহিষ্কার সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ‘ইসলামপন্থী’, ‘শৃঙ্খলা পন্থী’ কিংবা ‘নিজেদেরকে মুসলিম দাবি করা হয়’ শীর্ষক বিশেষণ ব্যবহার করেনি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।
বাংলাদেশ ছাত্রলীগের প্যাডের ডিজাইনে প্রচারিত এই বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার নেতা-কর্মীকে বহিষ্কারের কারণ হিসেবে ‘ইসলামপন্থী’ এবং ‘নিজেদেরকে মুসলিম দাবি করা হয়’ শীর্ষক দাবি লেখা রয়েছে। পাশাপাশি ‘শৃঙ্খলা পন্থী’ শীর্ষক একটি শব্দ উল্লেখ করা হয়েছে। এটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ১৯ আগস্ট ২০২৩। এবং বিজ্ঞপ্তিতে স্বাক্ষরদাতা হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের নাম উল্লেখ রয়েছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভেরিফাইড ফেসবুক পেজে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে বহিস্কার নিয়ে গত ১৯ আগস্ট প্রকাশিত ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।
রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এই বিজ্ঞপ্তিটির কোথাও ‘ইসলামপন্থী’ এবং ‘নিজেদেরকে মুসলিম দাবি করা হয়’ শীর্ষক শব্দ দুটির উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া ‘শৃঙ্খলা পন্থী’ শীর্ষক লেখাটিও পাওয়া যায়নি।
বিপরীতে বহিষ্কারের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে ইসলাম পন্থীর স্থলে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পন্থীর স্থলে শৃঙ্খলা পরিপন্থী এবং নিজেদেরকে মুসলিম দাবি করা হয়ের স্থলে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় শীর্ষক শব্দ খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে আলোচিত বিজ্ঞপ্তি এবং ছাত্রলীগের ভেরিফাইড পেজে প্রচারিত মূল বিজ্ঞপ্তিটির পাশাপাশি তুলনা দেখুন।
এছাড়াও আলোচিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে (১৯ আগস্ট) ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে আরও তিনটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। বিজ্ঞপ্তি তিনটি দেখুন এখানে, এখানে এবং এখানে।
ছাত্রলীগের ফেসবুক পেজে প্রচারিত বিজ্ঞপ্তির সূত্র ধরে কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম সমকালের অনলাইন সংস্করণে গত ১৯ আগস্ট ‘প্রক্সিকাণ্ডে অভিযুক্ত রাবির ৪ ছাত্রলীগ নেতাকর্মী স্থায়ী বহিষ্কার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে ছাত্রলীগের বহিস্কারের বিজ্ঞপ্তিটির বিষয়ে উল্লেখ করে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে ‘প্রক্সি চুক্তি’র টাকার জন্য তুলে নিয়ে মুক্তিপণ দাবি এবং জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শাখা ছাত্রলীগের চার নেতাকর্মীকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ।
অর্থাৎ, আলোচিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বা তার আগে পরে বাংলাদেশ ছাত্রলীগ ‘ইসলামপন্থী’, শৃঙ্খলা পন্থী’ কিংবা ‘নিজেদেরকে মুসলিম দাবি করা হয়’ শীর্ষক বিশেষণ ব্যবহার করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি আল আমিন রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই বিজ্ঞপ্তিটি এডিটেড। ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে এমন কোনো শব্দচয়ন ব্যবহার করা হয়নি। শিবিরের নেতা-কর্মীরা এটি ছড়াচ্ছে।”
মূলত, গত ১৯ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে ‘প্রক্সি চুক্তি’র টাকার জন্য তুলে নিয়ে মুক্তিপণ দাবি এবং জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শাখা ছাত্রলীগের চার নেতাকর্মীকে দল থেকে বহিস্কারের একটি বিজ্ঞপ্তি ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়৷ পরবর্তীতে উক্ত বিজ্ঞপ্তিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে সেখানে বহিষ্কারের কারণ হিসেবে ‘ইসলামপন্থী’, ‘শৃঙ্খলা পন্থী’ এবং ‘নিজেদেরকে মুসলিম দাবি করা হয়’ শীর্ষক বিশেষণ যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ ও ‘ইতিবাচক’ মন্তব্য করায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত ২৩২ জন নেতা-কর্মীকে সংগঠনের পদ থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে। তবে এ হিসাবও সম্পূর্ণ নয় বলে জানিয়েছে ছাত্রলীগ।
উল্লেখ্য, পূর্বেও ছাত্রলীগকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার নেতা-কর্মীকে বহিষ্কারের কারণ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে ‘ইসলামপন্থী’, ‘শৃঙ্খলা পন্থী’ এবং ‘নিজেদেরকে মুসলিম দাবি করা হয়’ শীর্ষক বিশেষণ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তিটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Bangladesh Students’ League Facebook: Post
- Samakal: প্রক্সিকাণ্ডে অভিযুক্ত রাবির ৪ ছাত্রলীগ নেতাকর্মী স্থায়ী বহিষ্কার
- Ajker Patrika: সাঈদীর মৃত্যু: ‘শোকে’ পদ খোয়ালেন ছাত্রলীগের ২৩২ নেতা
- Rumor Scanner’s Own Analysis