সম্প্রতি, রাজধানী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দুই গ্রুপের মাঝে মারামারির ঘটনার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ফেসবুকে প্রচারিত উক্ত দাবির একটি ভিডিওই দেখা হয়েছে প্রায় ৫ লাখ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ১ হাজার ৭০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ৬ বার ৭০০ শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যকার মারামারির কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, বরগুনায় আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মত বিনিময় সভায় আন্দোলনকারীদের দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। যেটিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল NEWS24 এর ইউটিউব চ্যানেলে গত ১৪ সেপ্টেম্বর বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সভায় দুই সমন্বয়ক গ্রুপের মধ্যে হাতাহাতি | News24 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এর কিছু অংশের ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। উভয় ভিডিওতেই একজন নিদির্ষ্ট নারীকে বাকবিতণ্ডায় জড়িত অবস্থায় দেখা যায়। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল বরগুনার শিল্পকলা একাডেমিতে বিভিন্ন উপজেলার সমন্বয়কদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির একটি ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিজয় টেলিভিশনের ওয়েবসাইটে গত ১৪ সেপ্টেম্বর বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি, সভা পণ্ড শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, মতবিনিময় সভার এক পর্যায়ে বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে রেজাউল করিমের গ্রুপের ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে স্থগিত হয়ে যায় মতবিনিময় সভা।
সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরগুনার সমন্বয়কদের হাতাহাতির ঘটনাকে ঢাকায় কেন্দ্রীয় সমন্বয়কদের মারামারির ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- NEWS24 Youtube Channel: বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সভায় দুই সমন্বয়ক গ্রুপের মধ্যে হাতাহাতি | News24
- Bijoy TV Website: বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি, সভা পণ্ড
- Rumor Scanner’s Own Analysis