এই ভিডিওতে আমি কেন পদত্যাগ করবো শীর্ষক মন্তব্য করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গত ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী বিভিন্ন সময়েই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি আলোচনায় এসেছে। তারই প্রেক্ষিতে একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি বক্তব্যে বলেছেন, “আমি কেন পদত্যাগ করবো?”

উউক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

প্রায় সমজাতীয় দাবিতে ফেসবুকে একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

প্রায় সমজাতীয় দাবিতে টিকটকে একই ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের এবং আমি কেন পদত্যাগ করবো শীর্ষক কোনো মন্তব্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে করেননি বরং, অধিক ভিউ পাওয়ার আশায় ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।  

অনুসন্ধানে মূলধারার টেলিভিশন চ্যানেল এনটিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মে ‘পাবনায় ঝড়ের কবলে রাষ্ট্রপতি! | President Shahabuddin | NTV News’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওতে রাষ্ট্রপতির বক্তব্যের সময়কার ফুটেজের সাথে প্রচারিত ভিডিওগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

সেদিন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সেদিন এনটিভির ফেসবুক পেজে উক্ত অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়। রাষ্ট্রপতির পুরো বক্তব্য পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে তাকে পদত্যাগ প্রশ্নে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। তাছাড়া, সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ প্রশ্ন উঠার বিষয়টিও অস্বাভাবিক৷ 

পরবর্তী অনুসন্ধানে সম্প্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির মধ্যে তাকে এ বিষয়ে কোনো মন্তব্য করার প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৩ সালে ভিন্ন প্রসঙ্গে দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্যের ভিডিও ব্যবহার করে সম্প্রতি তিনি কেন পদত্যাগ করবেন শীর্ষক মন্তব্য এই ভিডিওতে করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে: যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img