মাইক্রোগ্রাফে তোলা ভিমরুলের ছবিকে ছারপোকা দাবিতে প্রচার

সম্প্রতি, “এটি একটি ছারপোকার মাইক্রোস্কোপ ছবি” শীর্ষক দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ছারপোকার নয় বরং আল্ট্রা মাইক্রোগ্রাফের সহায়তায় তোলা ভিমরুলের ছবিকে ছারপোকার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চ অনুসন্ধানের মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ‘Telegraph’ এর ওয়েবসাইটে ২০১০ সালের ৮ মার্চ “Creepy crawlies: Amazing Scanning Electron Microscope pictures of insects and spiders” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উক্ত দাবিতে প্রচারিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

প্রতিবেদনে ছবির ক্যাপশন থেকে জানা যায়, এটি ভিমরুলের ছবি যা মাইক্রোগ্রাফে তোলা।

এছাড়াও, একই তথ্য অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা এবং উদ্ভাবন অনুঘটক এর ওয়েবসাইটে  প্রকাশিত এক প্রবন্ধেও  খুঁজে পাওয়া যায়।

Screenshot from CSIRO

মূলত, সম্প্রতি ছারপোকার মাইক্রোস্কোপে তোলা ছবি দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। উক্ত ছবিটি ছারপোকার নয় বরং এটি ভিমরুলের ছবি।

উল্লেখ্য, পূর্বে ডিজিটাল প্রযুক্তিতে তৈরি সাপের ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হলে তা শনাক্ত করব ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, মাইক্রোগ্রাফের তোলা ভিমরুলের ছবিকে ছারপোকা দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img