ইত্তেফাকের ভুয়া সূত্রে ড. ইউনূসের নামে ৬০ হাজার কোটি টাকা পাচারের গুজব 

গত জুলাই মাসের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট দেশ ছেড়েছে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর গত ০৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরই প্রেক্ষিতে জাতীয় দৈনিক ইত্তেফাককে সূত্র উল্লেখ করে ‘ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে ৬০ হাজার কোটি টাকা অবৈধ পথে সড়িয়েছেন’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ড. ইউনূসের নামে ৬০

উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে ৬০ হাজার কোটি টাকা অবৈধ পথে সরিয়েছেন দাবি করে ইত্তেফাক বা অন্যকোনো কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ করেনি বরং দৈনিক ইত্তেফাকের ভুয়া তথ্যসূত্রে উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলোর সূত্র ধরে ইত্তেফাক এর ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে দৈনিক ইত্তেফাকের অনলাইন হেড শরাফত হোসেন এর সাথে যোগাযোগ করা হলে দৈনিক ইত্তেফাক এমন কোন সংবাদ প্রকাশ করেনি বলে তিনি নিশ্চিত করেন।

পাশাপাশি দেশিয় অন্যান্য গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে ৬০ হাজার কোটি টাকা অবৈধ পথে সড়িয়েছেন শীর্ষক দাবিতে জাতীয় দৈনিক দৈনিক ইত্তেফাককে সূত্র দাবি করে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Ittefaq – Facebook
  • Ittefaq – Website
  • Ittefaq – Youtube
  • Rumor Scanner’s own analysis
  • Statement from Sharafat Hussain

আরও পড়ুন

spot_img