গত ৯ আগস্ট ভারতের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটিনার প্রতিবাদে প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষেরা। এরই প্রেক্ষিতে, উক্ত চিকিৎসকের পোস্টমর্টেমের ভিডিও দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধিআলোচিত দাবিতে প্রচারিত একটি ভিডিওই ৪০ লক্ষবার দেখা হয়েছে এবং ৬২ হাজার রিয়েকশন দেওয়া হয়েছে। এছাড়া, ৩ হাজার ৫ শতবার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পোস্টমর্টেমের ঘটনার নয় বরং উক্ত নারী চিকিৎসকের মৃত্যু হওয়ার আগ থেকেই আলোচিত ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, Hesty Rahmawati নামক ফেসবুক পেজে গত ৮ জুলাই তারিখে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে উক্ত ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জানা না গেলেও ভিডিও প্রকাশের তারিখ থেকে এটা নিশ্চিত যে ভিডিওটি সম্প্রতি ভারতের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার পোস্টমর্টেমের দৃশ্যের নয়। অর্থাৎ, ৯ আগস্ট এই ধর্ষণের ঘটনা ঘটলেও এর অন্তত এক মাস আগে থেকেই আলোচিত ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে ভারতের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণের পর হত্যার ঘটনার পোস্টমর্টেমের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Hesty Rahmawati – Facebook Post