মানিকগঞ্জে সর্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি পুরোনো

গতকাল (২৭ আগস্ট) মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের নবনির্মিত প্রতিমা ভাংচুর হয়েছে দাবিতে কিছু ছবিসহ একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

প্রতিমা ভাঙচুরের

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২২ সালের ঘটনা সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।

অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ২০২২ সালের ২৭ আগস্ট “মানিকগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর, অপরাধীদের খুঁজছে পুলিশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত ছবি গুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবি গুলোর সাদৃশ্য পাওয়া যায়।

Screenshot Comparison: Rumor Scanner

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ আগস্ট রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা বাজার সর্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর পর পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে কারিগরেরা প্রতিমাগুলোর ভাঙা অংশ মেরামত করেন। 

অনলাইন গণমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৭ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

তবে অনলাইন গণমাধ্যম প্রবাসীর দিগন্ত এর ওয়েবসাইটে গত ১০ আগস্ট “শিবালয়ে কালী মন্দিরে প্রতিমা ভাংচুর, আতংকে দুই শতাধিক হিন্দু পরিবার” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ আগস্ট দিবাগত রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাড়াগ্রাম বারোয়ারী কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ করে স্থানীয়রা।

এছাড়া, সাম্প্রতিক সময়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা বাজার সর্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনার বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০২২ সালে মানিকগঞ্জে সর্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img